![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।
জানতে চেয়েছিলে - জন্মদিনে কি উপহার নিবে.?
বলেছিলাম - নীল শাড়ী পরবে সন্ধ্যায়
সোডিয়ামের আলোতে তিনচাকার রিক্সায় তুমি আমি দুজনে বেড়াবো শহরের আনায়-কানায়।
তুমি চুপটি করে ছিলে,
ভিন্ন কিছু চাওয়া ছিল বলে।
একপাক্ষিক ছিল যে ভালোবাসা
নীল শাড়ীর পরার আবদার সেথায় যে বড্ডবেমানান,
তবুও চেয়েছি আমি সাহস পেয়ে
আশ্বাস দিয়েছিলে তুমি, তা'ই যেন চাই যা মন চায় পেতে।
আমি চেয়েছি তা মনখুলে
তুমি চুপটি করে ছিলে।
তুমি উপহার দিয়েছো আমায় জন্মদিনের প্রথম প্রহরে
যা জীবনভর স্মরণীয় হয়ে রবে ।
যা চেয়েছি তাহার চেয়ে অধিক কিছু -
নীল শাড়ীতে তোমায় দেখতে চেয়েছিলাম
নীলের দেখা পেয়েছি , কিন্তু নীল শাড়ী নয়
তুমি নীলের দেখা মিলিয়ে দিয়েছিলে
ম্যাসেঞ্জারের কনভার্সেশনে নীলরঙে মিশে শুভ্রতায় লিখা -
ইউ ক্যান্ট রিপ্লায় টু দিস কনভার্সেশন এর মাঝে।
যদিও প্রথম তুমিই শুভেচ্ছা জানিয়েছিলে
শুভ জন্মদিন বলে ওপাশ থেকে আড়াল হয়ে গেলে
একবাক্য বলারও সুযোগ দাওনি আমারে।
তুমি নিদারুন, তুমি পারোও বটে
অসাধারণ উপহার দিলে ২২তম জন্মদিনের প্রথম প্রহরে,
স্মরণীয় হয়ে রবে তা যতদিন মৃত্যু না হবে।
কৃতার্থ প্রিয়তমা, জন্মদিনের প্রথম প্রহরে এই উপহার দানে।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫
আবু রায়হান ইফাত বলেছেন: ধনব্যাদ দাদা
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩১
নীল আকাশ বলেছেন: আবু রায়হান ইফাত ভাই, কবিতাটা নিয়ে কিছু কথা বলতে চাই.......
১। কবিতাটার থিম/কনছেপ্ট ভালো.........
২। লেখার ফ্লোও ভাল হয়েছে...
৩। চলিত ভাষায় কবিতা লিখে আপনি মাঝে মাঝে সাধু ভাষার শব্দ নিয়ে এসেছেন কেন?
৪। মোরে, যাহা এই শব্দ গুলি একটু সেকেলে হয়ে গেছে,
৫। কিছু বানান সংশোধন করতে হবে......যেমন নিধারুন নয় নিদারুন.......শাড়ী বানান আপনি একেক জায়গায় একেক রকম ব্যবহার করেছেন.......।
চিন্তা করে দেখবেন কি কবিতাটা আরো ভালো কিভাবে করা যায়......।
চমৎকার একটা কবিতা লেখার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার জন্য শুভ কামনা রইল!
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬
আবু রায়হান ইফাত বলেছেন: কৃতজ্ঞতা রইলো।
সংশোধন করে নিবো
ভালোবাসা রাখবেন।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮
আবু রায়হান ইফাত বলেছেন: ভালো্বাসা রাখবেন দাদা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ২:২৩
মাহমুদুর রহমান বলেছেন: তবে শেষ দিকে এসে হাসলাম কতক্ষন। কবিতা ভালো হয়েছে।