| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আবু রায়হান ইফাত
	একজন বিশিষ্ট সাইকো, নির্জনতা প্রিয় অদ্ভুত প্রকৃতির একজন মানুষ, মাঝে মাঝে আত্মমস্তিষ্কে এমন কিছু কল্পনা করি যা হয়তো কারো নিকট ভিত্তিহীন, কিন্তু আমার নিকট মহামূল্যবান ।
কথা ছিল
মধ্যরাতে যখন হঠাৎ ঘুম ভেঙ্গে যাবে আমার
বা পাশে তাকিয়ে পাবো স্বস্তির খোঁজ,
তুমি মগ্ন গভীর নিদ্রায় -
আমি মধ্যবিত্ত, 
সিলিং ফ্যানের বাতাসে চুলগুলো তোমার এদিক-ওদিক ছড়িয়ে,  
কিছু আবার নাকের ডগা ছুঁয়েছে।
তুমি সুকেশিনী
চুলের গন্ধ আমায় মাতাল করে দিবে,
আমি চুমু খাবো আলতো ঠোটে তোমার কপালে।
তুমি চমকাবে,
চমকিয়ে উঠে জড়িয়ে ধরে বলবে আমায় ভালবাসি,
আমি ছড়িয়ে দিবো উষ্ণতা তোমার শিথিল ঠোটে,
তুমি কানের কাছে মুখটি নিয়ে
নীরব কণ্ঠে আবার বলবে ভালবাসি,
আমি তোমায় ভালোবাসি।
আমি শূন্যতা খুঁজে পাই
হঠাৎ মধ্যরাতে যখন চোখদুটো যায় জেগে,
এদিক-ওদিক খুঁজি আমি
নেই, কোথাও নেই তুমি।
নীরব দৃষ্টি ভেসে যায় মহাকাশে
কখনো জোৎস্নায় কখনো অমাবস্যায়,
শূন্যতা হাতছানি দিয়ে বেড়ায় তুমি নাই বলে।
আমি অপেক্ষায় থাকি তুমি ফিরবে বলে
স্মৃতির আবেশে নোনাজল যায় ভুমি ছুঁয়ে।
ভালোবাসা অসহায় তোমার শূন্যতাতে
অসীম ভালোবাসা আমার তোমায় ঘিরে,
তুমি দাও প্রেয়সি আমার ভালোবাসা ফিরিয়ে 
আমি মাতাল হতে চাই তোমায় ভালোবেসে।
 
১৬ ই নভেম্বর, ২০১৮  রাত ১১:৪৪
আবু রায়হান ইফাত বলেছেন: ভালোবাসা নিবেন দাদা
২| 
১৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ৯:১১
ঋণাত্মক শূণ্য বলেছেন: হুমমম, বউ যখন ঘর ছেড়ে চলে যায়, তখন খারাপই লাগে। আমার আশেপাশের কত মানুষের গেছে; মাঝে মধ্যে তাদের কানতে দেখি।
আর কাইন্দেন না ভাই!
 
১৬ ই নভেম্বর, ২০১৮  রাত ১১:৪৬
আবু রায়হান ইফাত বলেছেন: প্রচুর কষ্ট হয় দাদা
৩| 
১৫ ই নভেম্বর, ২০১৮  বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: মাতালের ভালোবাসার দাম নাই।
 
১৬ ই নভেম্বর, ২০১৮  রাত ১১:৪৮
আবু রায়হান ইফাত বলেছেন: অবহেলাই বরাদ্দ মাতালের জন্য
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৮  সকাল ৮:৫৪
কালো_পালকের_কলম বলেছেন: অনেক সুন্দর হয়েছে