![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
আমার শহর
ইফতেখারুল মবিন
তুমি জানো,আমার শহরটা ভঙ্গুর নয়,
কাঁচের দেয়ালের আচ্ছন্নতা ভিড় করে না,
রঙিন ফুলগুলো হয়তো বিষাক্ত নীলের স্তম্ভ,
দিবাকর আলো ছড়াতে নাই বা পারুক-
আলেয়ার আলোটাই শোভা ছড়াতে সক্ষম।
সচল মেঘেরা এখানে নিশ্চল হয়ে-
বন্দী জীবন যাপনে অভ্যস্ত।
তথাপিও শহরটা আমার,শুধুই আমার।
ছবিঃইন্টারনেট
©somewhere in net ltd.