![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
ছবিঃইন্টারনেট
পরকালের চিন্তা
ইফতেখারুল মবিন
দুনিয়ার লাগি আজকে সবাই
উঠে পড়ে লেগেছি,
এতো পরিশ্রম শেষে মোরা
কি ফল পেয়েছি?
ক্ষমতার জোরে সর্বদা যারা
জ্বলে ওঠে হিংসার কালানলে,
ঐ সব লোকদের পোড়তে হবে
জাহান্নামের কঠিন আগুনে।
পরকালের চিন্তা তো আর
আসে না কাহারো মনে,
জীবন যখন ফুরিয়ে যাবে
কি করবো সব জনে?
এসো মুসলিম ভাইয়েরা আমার
মানি আল্লাহ্র হুকুম,রসুলের তরিকা,
তাহলেই মোরা শান্তি পাবো
ঘুরে যাবে ভাগ্যের চাকা।
©somewhere in net ltd.