![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
ছবিঃইন্টারনেট
বামুন আমি
ইফতেখারুল মবিন
বামুন হয়ে বেসেছিলাম ভালো
ধরেছিলাম তোমার হাত,
বুঝতে পারি নি কখনো আমি
তুমি যে ঐ পূর্ণিমারই চাঁদ।
চাঁদকে শুধু আকাশে মানায়
মানায় না বামুনের তরে,
চাঁদ তো কোনদিন আসে না ছুটে
কষ্টে গড়া বামুনের ঘরে।
বামুনের জন্য ভালোবাসা নয়
নেই কো কোনো চাওয়া,
কেন হয়েছিলে চাঁদ তুমি
হলো না তোমাকে পাওয়া।
২| ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১:০০
শাহিন-৯৯ বলেছেন: ভাল কবিতা।
৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পৃথিবীতে আমরা অনেকেই বামন।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৭
ওমেরা বলেছেন: বামন হয়ে চাঁদ ধরতে চান আপনার সাহস তো কম না!!