![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
ধুলোর মেঘ
ইফতেখারুল মবিন
উৎসর্গঃআরিফকে
স্বপ্নিল আকাশতলে বিছানো ধুলো ভরা মাঠে
তাড়া করে কর্দমাক্ততা,
অদূর থেকে ভেসে আসা একরাশ মেঘে
ঢাকা পড়ে দিনমনি,
হঠাৎ-ই ধূলি ভরা মাঠকে ভিজিয়ে দিয়ে যায়
দিগন্ত কাঁপানো একপশলা বৃষ্টি।
তারপর থেকে মন আবেগে হয় নি উড়ানো
গোধূলিবেলায় ধুলোর মেঘ।
মিষ্টি রোদ আর দখিণা বাতায়নের দোলায়
দোলে নি মন;
মনে হয় যেন শত বছর ধরে দেখি না
রক্তিম সাঁজে দিনমনিকে।
দিনের পর দিন বিদায় নেয়,মাস আসে
বছরও পেরিয়ে যায়,
বিষাদ বীণা তার সবটুকু কষ্ট দিয়ে বাজায়
বেদনাময় বিষাদের সুর,
ইচ্ছেরা সব অস্থিরতায় ডানা ঝাঁপটায়
অচিনপুরের হাতছানিতে,
সহসাই পুব আকাশে মায়াবী হাসিতে
উদিত হয় দিনমনি,
কালো মেঘেরা গা ঢাকা দেয় এক নিমিষেই
ইন্দ্রধনুর উত্থান দেখে।
মনেও তখন ঘণ্টা বাজায় নতুন সখা,
সখারে লয়ে মনানন্দে,উড়াই-ভাসি ধুলোর মেঘে
শরৎ বেলার গোধূলি লগনে!
২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬
ইফতেখারুল মবিন বলেছেন: অবশ্যই লিখবো!!
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩
রাজীব নুর বলেছেন: শীত নিয়ে একটা কবিতা লিখুন।