![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
বাংলাদেশে বিএনপি নামক একটা দল আছে!আমার জীবনে এখনো তাদের একটা যৌক্তিক আন্দোলন করতে দেখলাম না!নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য তারা সবসময় সচেষ্ট থাকে!অন্যের ঘাড়ে বন্দুক রেখে শিকার করতে তারা বেশি ভালোবাসে!কিছুদিন আগে কোটা সংস্কার আন্দোলনে ঢুকে গিয়ে বিএনপি-জামায়াত সেটাকে হিমঘরে পাঠিয়ে দিয়েছে!এখন তারা শিক্ষার্থীদের "নিরাপদ সড়ক চাই" আন্দোলনে ভর করে সরকার পতনের আন্দোলনে রুপ দিতে চাইছে!কে বলেছে যে,তাদের এই আন্দোলনে সমর্থন দিতে?তাদের সমর্থন ব্যতীতই আন্দোলন পরিপূর্ণতা পেয়েছে এবং সরকার তাদের দাবিগুলো মেনেও নিয়েছে ইতোমধ্যে!বিএনপি নিজে কিছু করতে না পারলেও অন্যের ভাড়া ভাতে ছাই দিতে জানে!আসল কথা হচ্ছে,যে দলের জন্ম ক্যান্টনমেন্ট থেকে,তারা আন্দোলনের কী বুঝবে!কথায় কথায় তারা সরকারের পদত্যাগ চায়!সাধারণ জনগনের জন্য তারা তাই আজ অভিশাপের দলে পরিনত হয়েছে!কোন আন্দোলন সংগ্রাম দেখলেই তারা মনে করে,এই বুঝি সরকার গেলো!
রাত পোহালে যদি শোনা যেতো,বাচ্চাদের আন্দোলন দেখে লজ্জায় গণহারে বিএনপি নেতাকর্মীরা পদত্যাগ করছে,তাহলে হয় তো সস্তির নিঃশ্বাস ফেলতো বাংলাদেশের জনগন!
২| ০৩ রা আগস্ট, ২০১৮ ভোর ৫:০২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মানুষের গা যখন দেয়ালে ঠেকে যায় তখন ক্ষোভ বা প্রতিবাদের প্রকাশ ঘটে কোনো দিক নির্দেশনাবিহীনভাবে, স্বতঃফূর্ত আন্দোলনের কোনো ফরমেট থাকে না | ক্ষমতাসীনরা জনবিচ্ছিন্ন হয়ে পড়লে অনেক সময় বুঝে উঠতে পারে না কেন এধরণের গণবিক্ষোভ ঘন ঘন হচ্ছে | তাই তারা সবকিছুতেই খুঁজে বেড়ায় বিরোধী দলের সম্পৃক্ততার, এমনকি সেই বিরোধী দলও জনবিচ্ছিন্ন হয়ে পড়া সত্বেও |
৩| ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:০৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিএনপি হলো সুবিধাবাদী অরাজনৈতিক ব্যক্তিদের দল। এরা সব সময় ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় থাকে।
৪| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:০০
ইফতেখারুল মবিন বলেছেন: তা ঠিক বলেছেন!
৫| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৬
ইফতেখারুল মবিন বলেছেন: যখনই বিএনপি তাদের সমর্থন দিলো,তখনি বিএনপির সাংগো-পাংগোরা আন্দোলনে ঢুকে গেছে!কেননা তাতে আমার পরিচিত অনেক বিএনপি কর্মীও আছে,ফেসবুকে তাদের অংশগ্রহনের ছবিও আছে!
৬| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: বাঙ্গালীর সমস্যা সেই পলাশী থেকেই, এরা সবখানে ষড়যন্ত্র আর নিজের ব্যর্থতা আড়াল করে অন্যকে দোষারোপ করে এক অদ্ভুত সুখ পায়।
৭| ০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
কেএসরথি বলেছেন: বিএনপি এখন মেরুদন্ডহীন দল। তারা ব্যস্ত নিজেদের ভবিয্যৎ নিয়ে। এইসব আন্দোলন নিয়ে মাথা ঘামাবার টাইম তাদের নাই।
আমার মনে হয়, এইসব ফাউল (দলের) লোকদের চোখের আড়ালেই রাখা উচিৎ! এদেরকে মুছে যেতে দিন।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ২:২১
আবু তালেব শেখ বলেছেন: বলতে কি চাইছেন? বর্তমান কিশোর কিশোরিদের আন্দোলনে ও বিএনপি সংগ দিচ্ছে???