![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোরের সূর্য তার রক্তিম দ্যুতি ছড়িয়ে প্রতিটি মানুষের ঘুম ভাঙায় জাগরণী বার্তায়।আর আমি সেই সূর্যকে হুতুমপেঁচার গল্প শুনিয়ে ঘুম পাড়াই এক নিমেষেই....
আমরা সত্য বলতে না ভালবাসলেও,সত্য শুনতে ভালবাসি!আর মিথ্যার ক্ষেত্রে তার(সত্যের) বিপরীত!মিথ্যা সম্পূর্ণটাই আপেক্ষিক বিষয় আর সত্য বাস্তবিক!
আমরা কল্পনাপ্রিয় মানুষ!আর কল্পনাকে বাস্তবিক করতে আমরা সত্যের ধার ধারি না!নানা রকম মিথ্যা কিংবা ছলনার আশ্রয় নিই!কিছু সত্যের সাথে অগনিত মিথ্যার সংমিশ্রণ করে সত্যটাকে আড়াল করে ফেলি!কিন্তু আমরা ভূলে যাই সত্যের জয়ের কথা!মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন,কোন একদিন সত্য তার আপন মহিমা নিয়ে প্রতিষ্ঠিত হবেই!
২| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
আকিব হাসান জাভেদ বলেছেন: সত্য কখনো লুকিয়ে থাকেনা । কোন না কোন সময় তার প্রকাশ হবেই । সত্য বলা জন্য সৎ মানুষিকতার প্রয়োজন । না হয় সত্যটা মিথ্যা হয়ে গেলে তার পরিনাম হয় ভিষন ভয়াবহ।
৩| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
মাহমুদুর রহমান বলেছেন: সত্যকে দমিয়ে রাখা যায় না।
৪| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
রাজীব নুর বলেছেন: আমার ধারণা, আমার শরীরে কোনো একটা বিশেষ গন্ধ আছে, সে জন্য ভূতরা আমাকে এড়িয়ে চলে।
৫| ১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪০
ইফতেখারুল মবিন বলেছেন: কোনাল.....!!
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০২
শাহারিয়ার ইমন বলেছেন: দশটা সত্যের মাঝে একটা মিথ্যা ঢুকালে তা সত্য হয়ে যায় ,কিন্তু দশটা মিথ্যার মাঝে একটা সত্য ঢুকালে তা সত্যই থেকে যায়