নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইফতেকার অনিক

ইফতেকার অনিক › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ এর ছয় ঋতু

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩

কয়েক বছর যাবত দেখা যাচ্ছে যে বাংলাদেশ এ শীত কালে পর্যাপ্ত শীত এবং গ্রিষম কালে ঠিক মত গরমও পরছেনা। আবার বর্ষা কালে ঠিক মত পানি হয় না। আর বাকি ঋতু গুলা যে কখন আসে আর যায় তা ত বুঝাই যায় না ।এই ভাবে যদি চলতে থাকে

তাহলে ত এই দেশ এ ছয় ঋতু এর কোনও অস্তিত্ব থাকবে না । এমনিতেই বাংলাদেশে শুধু তিন ঋতু এর আগমন কিছুটা হলেও বুঝা যায় কিন্তু অধুর ভবিষ্যতে এইগুলাকে আর পাওয়া যাবে না। তাই আমাদের পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া উচিৎ । প্রতিটা নাগরিকের এই বেপারে চিন্তা করা উচিৎ । আমাদের ছোট বেলায় দেখতাম হার কাঁপানো ঠাণ্ডা পড়ত শীত কালে কিন্তু এখন আর সেই দিন নাই । সব কিছুই কেমন জানি উলটা পাল্টা লাগে। মাঝে মাঝে মনে হয় এইটাই বুঝি নিয়তি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.