নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইফতেকার অনিক

ইফতেকার অনিক › বিস্তারিত পোস্টঃ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যু

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে আহত বাংলাদেশি শেখ জাকির হোসেন (৩০) মারা গেছেন। জাকির জেলা সদরের লাবসা গ্রামের শেখ নাসির হোসেনের ছেলে।

বুধবার সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লাবসা ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য কাজী মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ১২ ফেব্রুয়ারি ভারতে গরু আনতে যান জাকির। পরদিন ভোর ৪টার দিকে গরু নিয়ে দেশে ফেরার সময় লক্ষীদাঁড়ী সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যদের হাতে তিনি আটক হন। এসময় বিএসএফ সদস্যরা তাদের বুট ও আগ্নেয়াস্ত্র দিয়ে জাকির হোসেনের সমস্ত শরীরে এলোপাথাড়ি আঘাত করে ও তার ডান হাত এবং পা ভেঙে দেয়। এ অবস্থায় বিএসএফ সদস্যরা জাকিরকে লক্ষীদাঁড়ী সীমান্তে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় জাকিরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। - See more at: Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.