নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজ কথায়, স্বাভাবিক। \' শান্ত \' এবং \'স্বচ্ছ\' ধরনের জিনিসের প্রতি দুর্বল। এই যেমন : গ্লাসের পানি, নদীর জল ।

শব্দযাত্রী

সহজ কথায়, স্বাভাবিক।

শব্দযাত্রী › বিস্তারিত পোস্টঃ

ল্যাম্পপোস্টের মাঝে তোমাকে ভালবাসা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২০



একটা শহরের একটা ব্যস্ত রাস্তা ধরে এক সন্ধ্যায় অনেক মানুষ যাচ্ছিল। রাস্তার দুই ধারে অনেক গুলো হলুদ আলোর ল্যাম্পপোস্ট ছিল। হঠাৎ করেই একটি ল্যাম্পপোস্ট নীল রঙের আলো দেয়া শুরু করল। সবাই অনেক অবাক হল না। কারণ তারা ভাবল, হয়তো নতুন কোনো ভুল স্থাপনা। অবাক হল শুধু একজন মানুষ। সে ভাবল, ল্যাম্পপোস্ট টা মনে হয় ভালবাসতে শিখেছে। মানুষ টা আসলে রাস্তায় বেরিয়েছিল ভালবাসা খুঁজতে। তাই সে ভাবল, এবার তবে ছাড়ছি না। সে তাই নীল ল্যাম্পপোস্ট এর পাশের ল্যাম্পপোস্ট এ হেলান দিয়ে ঠাঁই দাড়িয়ে রইল। তারপর হঠাৎ করে হেলান দিয়ে দাড়িয়ে থাকা ল্যাম্পপোস্ট টা সবুজ আলো দেয়া শুরু করল। মানুষটার মনে একটা ভয় কাজ করল। তার ভয়টাই সত্যি হল। নীল আর সবুজ মিলে হলুদ আলো দেয়া শুরু করল। রাস্তার সব মানুষ ভাবল, যাক ঝামেলা চুকে গেল। কিন্তু ঐ মানুষটার লাল জামাটা বেগুনি রঙের হয়ে গেল। বাইশ বছর বয়সের মানুষটা আবার হাটতে লাগল। না, এবার কোনো ভালবাসার খোঁজে না, একটু আশ্রয়ের খোঁজে। সামনের গলি টা পার হতে না হতেই মানুষটা বুড়ো হয়ে গেল। সে রাস্তায় পড়ে মরে গেল। শুধু মরার আগে একটু ভাবল, আমি যদি সবুজ ল্যাম্পপোস্ট টাকে আগেই নষ্ট করে দিতাম। স্রষ্টা বললেন, তুমি কি জানতে? তারপর মানুষটা আবার ভাবল, যদি আগেই নীল আলো টাকে বয়ে নিয়ে চলে যেতাম। স্রষ্টা আবার বললেন, বইতে পারতে? তারপর বুড়ো মানুষটা একটা আনন্দের হাসি দিয়ে চোখ বন্ধ করে মাটিতে মিশে গেল।

ইমন
12:30 am ( মধ্যরাত)
১৭/০৯/২০১৬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.