![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজ কথায়, স্বাভাবিক।
রক্তলিপির আর্তনাদ
-যদি কোনদিন প্রশ্ন কর, আমায় ভালবাস কেমন?
-বলব আমি, ঐ বর্ণের মতন,অনেক লোহিত ধারার বিনিময়ে পেয়েছি যেমন।
-যদি বল, কোন সে বর্ণ?
-বলব আমি, কালো স্লেটের উপর আঁকা শিশুর প্রথম "অ"
-কিংবা প্রাণভরা অন্তস্থ ভালবাসার লিপি।
-ওরা বলেছিল, আমরা নাকি প্রাণভরে "মা " ডাকতে পারব না।
-কিংবা পারব না ঐ হিন্দদের কাধে কাধ রাখতে
-তাই, বসে নই।
-ঐ হায়নাদের থেকে কাঁটাতারের ব্যবচ্ছেদ গড়বই।
-তাই হাজারো বরকতে জমায়েত ছিল টি এস সির আলোড়ন।
-একহাতে ধরা প্ল্যা-কার্ড, আর আরেক হাতে জীবন।
-শত সংগ্রামের তীরের সামনে তাদের চামড়া মেলে ধরেছিল।
-তাইতো আজ এ লোহার জানালা খুলেছি।
-শত শত বর্ণের সারি গেথে,
-এ কবিতা লিখেছি।
-আজ অবেলায় কে তুমি আমার এ কবিতা পড়ছ?
-শুধুই কি পড়ছ?নাকি ঐ রক্তলিপির আর্তনাদ শুনছ?
-দেখছ কি মনে, ঐ সালামের রক্তাক্ত ভাষা স্বপ্ন।
-বা অনুভবে রফিক, জব্বারের বুকের সুগভীর টানেল।
-যার মুখ থেকে ঝড়ছিল "নির্ভয়ের " ফোয়ারা।
-"বাংলা " তাদের স্বপ্ন বা প্রজন্মের অঙ্গীকার।
-যেমন তোমার স্বপ্নের ইচ্ছেঘুড়ি উড়াবার।
-অথবা শরীরে দক্ষিণা বাতাসের আত্মসমর্পন,
-কিংবা বৃষ্টিস্নাতো উল্লাসে হারিয়ে যাও যখন।
-যদি শেষবেলা জানতে চাও,ভালবাস কতবার?
-বলব, হাজারবার কিংবা একহাজার নয়শত বায়ান্ন বার।
-যে বারে সহস্র জনতা সমস্বরে বলছিল, "রাষ্ট্রভাষা বাংলা চাই "
-আমিও তাদের মতই তোমাকে চাই।
২| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৭
ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব সুন্দর লিখেছেন
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৪১
আলপনা তালুকদার বলেছেন: কবিতা ভাল হয়েছে। ধন্যবাদ।
কাঁধে, কাঁধ, গেঁথে, আত্মসমর্পণ, বৃষ্টিস্নাত, - এই বানানগুলো ঠিক করলে ভাল হয়।
অফটপিকঃ নিজের সম্পর্কে সবার ধারণাই একটু বেশী বেশী। আমারও তাই। তাই আমি মনে করি, আমার লেখা ব্লগের প্রথম পাতায় আসার উপযোগী, যদিও তা আসেনা। কেন আসেনা, তাও আমি জানিনা। সহযোগিতা অপশনে অভিযোগ করে কোন প্রত্যুত্তর পাইনি। তাই ঠিক করেছি, ব্লগ ছেড়ে দেব। তবে তার আগে আমি চাই আপনারা (ব্লগার, পাঠক ও ব্লগ পরিচালকগণ) আমার ব্লগটি একবার পর্যবেক্ষণ করুন। তারপর আমাকে জানান। আপনাদের মতামত নেতিবাচক হলে কথা দিচ্ছি, আর ব্লগে আসবনা।
ব্লগ ডিলিটের অপশনটি আমি জানিনা। কেউ বলে দিলে উপকৃত হতাম।
ভাল থাকবেন বন্ধুরা।