![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানতে চাই, জানাতে চাই মানুষের অনুভুতির এপিঠ ওপিঠ
সঙ্গিনী হিসেবে আমি এমন কাউকে চাই না,
যে আধুনিক কবিতার মত দুর্বোধ্য,
অথবা বিমূর্ত তৈলচিত্রের মত রহস্য মন্ডিত।
আমি চাই তাকে-
যার আলিঙ্গনে রয়েছে পৌষের প্রথম রোদ্দুর,
হাসিতে রয়েছে স্নিগ্ধ বাতাস সোনালী ধানের ক্ষেতে,
আর দৃষ্টিতে আছে ভালবাসা,
শিশিরের মত টলটলে।
১০/৮/১৯৯২
দিনাজপুর
২৩ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩১
ইহতিশাম আহমদ বলেছেন: এইডা ১০০% আমার মনের কতা। যহন কবিতাডা লিখছিলাম তহন সঙ্গিনী আছিল না। এহন আছে। তয় আমার প্রার্থনা আল্লায় কবুল করে নাই। আইজ সকালেই ঘুম থাইকা উইঠাই একচোট হইয়া গেল। মানে ঝগড়ার প্রভাতী সেশন আর কি। দোওয়া রাইখেন বাই।
২| ২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:২৯
কবীর হুমায়ূন বলেছেন:
'সঙ্গিনী'তো সঙ্গিন। সংগুপ্ত থাকে মনোঙ্গন। ''ঈশ্বর ন জানন্তি, কুতো মনুষ্য।'' ''বুকের তলে সুগন্ধী রুমাল রেখে বরুনা বলেছিলো . . . . . . . . . . . . . . । নারীইতো বরুনার ছলনা সদৃশ।
২৩ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৬
ইহতিশাম আহমদ বলেছেন: আমার সঙ্গিনীকে নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট না এটা যেমন ঠিক তেমনি নারীদের পুরোপুরি ছলনাময়ী ভাবতে আমার আপত্তি আছে। যা চেয়েছি তা হয়ত হুবুহু পাইনি। তবে সে যা দিয়েছে বা দিচ্ছে তাও বা কম কিসে।অভিযোগ বা না পাওয়া তো তারও থাকতে পারে। এই নিয়ে আমার আরেকটা কবিতা আছে। এখনই সেটা পোস্ট করছি। আশা করি পড়বেন।
৩| ২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:০১
এ আর খান বলেছেন: কবীর হুমায়ূন বলেছেন:
'সঙ্গিনী'তো সঙ্গিন। সংগুপ্ত থাকে মনোঙ্গন। ''ঈশ্বর ন জানন্তি, কুতো মনুষ্য।'' ''বুকের তলে সুগন্ধী রুমাল রেখে বরুনা বলেছিলো . . . . . . . . . . . . . . । নারীইতো বরুনার ছলনা সদৃশ।
২৩ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৬
ইহতিশাম আহমদ বলেছেন: আমার সঙ্গিনীকে নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট না এটা যেমন ঠিক তেমনি নারীদের পুরোপুরি ছলনাময়ী ভাবতে আমার আপত্তি আছে। যা চেয়েছি তা হয়ত হুবুহু পাইনি। তবে সে যা দিয়েছে বা দিচ্ছে তাও বা কম কিসে।অভিযোগ বা না পাওয়া তো তারও থাকতে পারে। এই নিয়ে আমার আরেকটা কবিতা আছে। এখনই সেটা পোস্ট করছি। আশা করি পড়বেন।
৪| ২৩ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৬
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগল
২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:২৭
ইহতিশাম আহমদ বলেছেন: ধন্যবাদ।
৫| ২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৪
আরিফ রুবেল বলেছেন: ভালো লেগেছে কবিতাটা।
২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:২৭
ইহতিশাম আহমদ বলেছেন: ধন্যবাদ।
৬| ২৪ শে অক্টোবর, ২০১১ রাত ১:০০
কবি রাজ বলেছেন: আরেকটু বড় হতে পারত কি?
২৪ শে অক্টোবর, ২০১১ রাত ২:৩৮
ইহতিশাম আহমদ বলেছেন: হুম... হয়ত পারত। তবে যে বয়সে লিখেছি সে বয়সে শের পড়ার এবং গজল শোনার নুতন একটা মানষিকতা তৈরী হয়েছিল। এটা বোধ হয় তারই প্রভাব। দু চার কথায় পুরো বিসয়টা ব্যাখ্যা করা।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১১ ভোর ৬:৩৪
কষ্ট - ১ বলেছেন: সত্যি কথা কনতো বাই এইডা কি আপনার মনের কতা!!!!!!