নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটি বেসরকারী টিভি চ্যানেলে ক্যামেরাপারসন হিসাবে চাকুরীরত। ত্রিকোন চলচ্চিত্র শিক্ষালয় নামে একটি ফিল্ম স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক। গল্প, কবিতা লেখা ও অভিনয়ের অভ্যাস রয়েছে।

ইহতিশাম আহমদ

জানতে চাই, জানাতে চাই মানুষের অনুভুতির এপিঠ ওপিঠ

ইহতিশাম আহমদ › বিস্তারিত পোস্টঃ

শোষক নই

১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:০৫

সংগ্রামী হতেই হবে-
এমন মাথার দিব্যি কেউ আমাকে কখনও দেয়নি।
তবে সংগ্রামীদের পাশে আছি
সংগ্রামীদের সাথে আছি.....

পরিশ্রমের টাকায় ছোট্ট একটা ঘর গড়েছি।
সে ঘরে রংগিন টিভি আছে,
ফ্যান আছে, ফ্রিজ আছে,
অস্বীকার করব না,
মনের মাঝে, বাথরুমে বাথটাব বসানোর একটা স্বপ্নও আছে।

তবে নিয়মিত ট্যাক্স দেই,
ঘুষ খাই না,
দূর্নীতি করি না,
দান খয়রাতের সামান্য কিছু অভ্যাসও আছে।
তারপরও, শুধুমাত্র স্বচ্ছলতার আবহে আছি বলে
তুমি যদি আমায়
বর্জুয়া ভেবে
শোষক ভেবে
মুখ ফিরিয়ে নাও-
তো, তোমায় চোখের ডাক্তারের ঠিকানা
ধরিয়ে দেয়া ছাড়া আমার আর কোন গতোন্তর নেই।

প্রিয়তমা,
তোমরা যারা
শোষিত হতে ভালবাস
সংগ্রামী হতে গর্ব বোধ কর
দৃষ্টিটাকে একটু প্রসারিত করলেই দেখতে পাবে
শোষক আর শোষিতের মাঝে
আরো একটি সম্প্রদায় আছে-
যাদের কি না তোমরা সুবিধাবাদী বলে গালি দাও।

হ্যাঁ, কিছু সুযোগ সুবিধার মাঝে তো অবশ্যই আছি।
তবে বুকে হাত দিয়ে বলতে পারি
আমি তোমাদের মত গর্বিত শোষিত না হলেও
নিষ্ঠুর শোষক অন্ততঃ নই।

৯/৮/১৫
রাত ২টা ১ মিনিট
মিরপুর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.