নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ একাউন্টে আপনাকে স্বাগতম।\nআমন্ত্রণ জানাচ্ছি আমার লিখাগুলো থেকে কিছু পড়ার জন্য।\nআপনার যেকোনো সহায়তায় এগিয়ে আসতে পারলে ধন্য হব।তাই নিঃসংকোচে বলবেন।\nসকলের থেকে বন্ধুত্বপূর্ণ ব্যবহার আশা করি।\nধন্যবাদ!

ইকরামুল হক চৌধুরী ওলী

আমি নিজেকে একজন বিজ্ঞান মনস্ক মুক্তমনা এবং আল্লাহ ভিরু মানুষ বলে বিশ্বাস করি। বিশ্বাস করি বিশ্বজগৎ আপনা-আপনি সৃষ্টি হওয়া সম্ভব নয়। এবং আমার কাছে যুক্তি আছে ইসলামকে গ্রহণ করার। বিশ্বাস করি, একতাই আমাদের শক্তি, আর চেষ্টার ফসল যিনি দিবেন তিনি উপরে বসে আছেন। বিশ্বাস করি মুক্তমনা মানে যাচ্ছেতাই বলা না। কাওকে কথা দিয়ে আঘাত করা নিকৃষ্ট কাজ। তাই কাওকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিতে চাইনা।

ইকরামুল হক চৌধুরী ওলী › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রধর্ম ইসলামঃ বিজ্ঞান এবং ইসলাম কি সাংঘর্সিক?

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৬

"এরা তাদের মুখের ফুঁ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। অথচ আল্লাহর ফায়সালা হলো তিনি তার নূরকে পূর্নরূপে বিকশিত করবেন" -সূরা সফ ৮



ইসলাম কখনই কারো দয়ায় চলেনাই, আর কারো দয়ার ধার ধারেনাই। ইসলাম যুগে যুগে পরীক্ষিত হয়ে এসেছে, এবং যুগ শ্রেষ্ঠ হয়েই রয়ে গেছে। কোরান ১৪০০ বছর আগের জোতির্বিদ্যার যুগে শ্রেষ্ঠ ছিল, মধ্যযুগীয় সাহিত্যের যুগেও শ্রেষ্ঠ ছিল আর বিজ্ঞানের যুগেই তা-ই রয়ে গেছে। প্রতিটি যুগেই কোরান পরীক্ষিত হয়ে আসছে।
কোরান থেকে আমরা জেনেছি Big bang এর কথা। জেনেছি পুরুষের শুক্রবিন্দু থেকে লিংগ নির্ধারণের কথা, জেনেছি ভ্রুণবিদ্যার কথা, জেনেছি পৃথিবীর আকার উটপাখির ডিমের আকারের কথা, জেনেছি চন্দ্র ও সূর্য তাদের কক্ষপথে আবর্তনের কথা (বর্তমান বিজ্ঞান বলে, সূর্য ২৫ দিনে তার কক্ষপথকে একবার আবর্তন করে।
কোরান একমাত্র গ্রন্থ যা সর্বপ্রথম আমাদের বলেছে চাঁদ স্থির নয়। আমরা জানি চাঁদের আরেক নাম 'স্থাণু'। যার অর্থ "যা স্থির হয়ে থাকে"। অর্থাৎ প্রাচীন জোতির্বিদদের ধারণা ছিল চাঁদ স্থির। কিন্তু কোরান আমাদের সে সম্পর্কে জানিয়েছে।

এই হল চুরান্ত আসমানী কিতাব, আর এরই বিধান চুরান্ত আসমানি সংবিধান যার নাম ইসলাম


আর আল্লাহ সকল চক্রান্তকারীদের উপর সর্বশ্রেষ্ঠ কৌশলী। যতই ইসলাম বিরোধী চক্রান্ত হোক, ইসলামের যোতিকে স্তিমিত করা যাবে না।
আর এটাই আল্লাহর প্রতিশ্রুতি।



বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্র সংখ্যাগুরুকেই প্রাধান্য দেওয়ার মূলনীতিতে বিশ্বাসী। যেখানে ৯০ শতাংশ মানুষ মুসলিম, সেদেশে ইসলাম রাষ্ট্রধর্ম হতে আইনী বাধাঁও থাকেনা। এই হল বৈধতার যুক্তি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.