নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইল্লু

ইল্লু › বিস্তারিত পোস্টঃ

স্বর্গের ঠিকানায়

০২ রা আগস্ট, ২০২০ রাত ৩:৫১

বিদায় দিয়েছ স্বর্গ থেকে-ভুলে যাইনি আজও,
একটা ফলের ছোঁয়া!ক্ষমা করনি,
তা ছাড়া-বল,আর কি ছিল?

জানি না কেন যে এ,নির্বাসন আবার,
দাও না বলে-অপরাধটা আমার কিসে?
ছিলাম আমি ছড়ানো ছিটানো,চেনায়-অচেনায়,
এবার তো দিলে দ্বীপান্তর-কে জানে কোন ভুলে।

কেউ তো ভাঙ্গেনি,তোমার সিংহাসন,
তোমার খেলার ঘর,
একটু হাসিতে দিলেই ক্ষান্ত-না হয়।


বদলে দিলে চেনা জগতটা,হাসির খেলা মেলা,
আর কত ভোগাবে-তুমি,জjনা নেই আজও,
দাও না বলে-আছে কি শেষ এ যন্ত্রনার।


আমরা সবাই সকাল সন্ধ্যা-সুরে প্রার্থনায়,
দেখা নেই তবু-
তুমি যে বসে হেসে যাও,আকাশের অজানায়।

আমরা তো তোমার খেলার পুতুল,
তুলে ফেলা ছুঁড়ে ফেলা-তা ছাড়া কি আছে আর।
যদি সময় থাকে তোমার,
ভুলেই না হয়,এ অত্যাচার-এ কান্না শেষ করে দিও।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২০ সকাল ১০:৩১

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

অনেক ধন্যবাদ একটি সুন্দর কবিতা পোস্ট দেওয়ার জন্য।

আপনি বোধহয় অন্যদের কোন মন্তব্য করেন না?

০৩ রা আগস্ট, ২০২০ রাত ১২:০৭

ইল্লু বলেছেন: শুভেচ্ছা।ক্ষমা চাইছি নিজের অক্ষমতা লুকিয়ে রাখার জন্যে।

২| ০২ রা আগস্ট, ২০২০ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।

০৩ রা আগস্ট, ২০২০ রাত ১২:০৮

ইল্লু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.