নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Voice of Iluminity--(আলোকিত মানুষ এর কথা)

Iluminity

অনন্ত পথের দূরন্ত পথিক আমি। খুঁজে চলেছি এই পথের শেষ গন্তব্য।

Iluminity › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নঘুড়ি

২৮ শে জুন, ২০১৪ রাত ২:৫৬

দমকা হাওয়া, হারিয়ে যায় আবার পরক্ষণেই। কেনই বা এলো, কেনোই বা হারালো!!!!!শুধু শুধু এসে এলোমেলো করে দিল সবকিছু।আশার প্রদীপ জ্বলে শুধু চেয়ে থাকা কখন আবার আসবে;সেই হাওয়া যা এসে এলমেলো করে দেয় সবকিছু।



মানুষের মন বড়ই বিচিত্র........যা তাকে এলোমেলো করে তারই জন্য অপেক্ষা!!!!!!!!



সেই হাওয়াটা যাতে গা ভাসিয়ে হারিয়ে যাওয়ার ইচ্ছা। এই বাতাস তাকে কোথায় নিয়ে যাবে তা জানা নেই। সে শুধু এতটুকুই জানে,সে এই বাতাসে ভর করে পাড়ি জমাবে স্বপ্ন রাজ্যে।



এই রাজ্য শুধুই তার,সে তার ইচ্ছা মত সাজায় তার নিজের রাজ্য।বাস্তবে সব পাওয়া সম্ভব না হলেও এখানে সে সব কিছুই নিজের করে নিতে পারে।এখানে সে স্বাধীন,তাকে শৃংখল দিবে এমন কেউ নেই।



মানুষ বাস্তবতার যাতাকলে পড়ে যা হতে বঞ্চিত হয় তা সে খুঁজে ফিরে এই স্বপ্নের ভুবনে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৩

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন ।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:০০

Iluminity বলেছেন: ধন্যযোগ। :)

২| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১:৪৩

এম. এ. হায়দার বলেছেন: ডাইরেক্ট মনের কথাটা বলছেন, ভাই... প্রতিটা লেখকের উচিত এরকম রাজ্য তৈরি করে নেওয়া।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১:৫৯

Iluminity বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.