![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে গুলশানের জনৈক ব্যবসায়ী এস আই চৌধুরীর (সিরাজুল ইসলাম চৌধুরী) গুলশানের বাসায় তৎকালীন ডিজিডি এফ আই (ডাইরেক্টর জেনারেল অব ডিফেন্স ফোর্স ইন্টিলিজেন্ট) ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে গোপন বৈঠক হয়। ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান জেনারেল এরশাদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহন করার অনুরোধ করেন এবং নির্বাচনী সকল ব্যয়ভার বহন করার প্রতিশ্রুতি দিলে শেখ হাসিনা আন্দোলনের অংশ হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করার পক্ষে মত দেন। (পৃ:৫৪, আমার ফাঁসি চাই -মতিউর রহমান রেন্টু)
তখন বেগম জিয়া এরশাদের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে এরশাদ পতনের আন্দোলনের পুরানা অবস্থানে চলে যান।এদিকে গুলশানের এস আই চৌধুরীর বাড়িতে ডিজিডি এফ আই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে শেখ হাসিনার আবার বৈঠক হয় এবং সেই বৈঠকে দাবি করা হয় নির্বাচনী ব্যয় হসাবে আগে যে পরিমা অর্থ ধরা হয়েছে, এখন তার তিনগুণ অর্থ দিতে হবে।ডিজিডি এফ আই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান এক ঘন্টা সময় চেয়ে চলে যান এবং বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বার বঙ্গবন্ধু ভবনে চলে আসেন। ঘন্টা দুই পর সন্ধ্যার দিকে ব্যবসায়ী এস আই চৌধুরী দুটি মাইক্রোবাস সঙ্গে নিয়ে ৩২ নম্বারে এসে হাজির। এস আই চৌধুরী আর শেখ হাসিনার মধ্যে এক-দেড় মিনিট কথা, তারপরই হুকুম হলো তাড়াতাড়ি মাইক্রোবাস থেকে বস্তাগুলো নামিয়ে আনো। সঙ্গে সঙ্গে মাইক্রোবাস থেকে মুখ সেলাই করা মোট নয়টি নতুন বস্তা নামিয়ে বঙ্গবন্ধু ভবনের নিচতলায় লাইব্রেরী আর বেডরুমের মাঝে মাষ্টার বাথরুম সেই বাথরুমে রাখা হলো। (পৃ:৫৫, আমার ফাঁসি চাই -মতিউর রহমান রেন্টু)
♦♦♦নিরপেক্ষতার মখোশ পরা শক্ত ইমানের হাম্বা, যারা রেন্টুর কথা বিশ্বাস করবেন না তারা নিচের ভিডিওটা দেখুন
ভিডিও
২| ১৭ ই মে, ২০১৩ সকাল ৯:৫৬
নানাভাই বলেছেন: এইসব থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায়, একটা আইন করা: একই ব্যক্তি দুইবারের বেশী প্রধানমন্ত্রী হতে পারবে না। তাইলেই খালেদা-হাসিনার যন্ত্রণা থেকে জাতি মুক্তি পাবে।
সহমত।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৩ ভোর ৬:৩৫
দূর আকাশের নীল তারা বলেছেন: ৮৬-তে হাসিনার বেঈমানী যেমন ভুলি নাই, তেমনি খালেদার ঘাড় তেড়ামির ১৪ই ফেব্রুয়ারীর নির্বাচনও ভুলি নাই। এইসব থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায়, একটা আইন করা: একই ব্যক্তি দুইবারের বেশী প্রধানমন্ত্রী হতে পারবে না। তাইলেই খালেদা-হাসিনার যন্ত্রণা থেকে জাতি মুক্তি পাবে।