নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি

এও জীবন!!!!

আমি ভূমিপুত্র

প্রবাসী জীবন

আমি ভূমিপুত্র › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগের সারা জীবনের দুঃখ রয়ে যাবে যে এই ধরনের কোন ছবি তারা মানুষকে দেখাতে পারবে না

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১০





আজ ১৫ই আগষ্ট

আজকে সকল পেপার টিভি জুড়ে আওয়ামী লীগ যতই কান্নাকাটি করুক, শোনাক মুজিবের জনপ্রিয়তার গীত, আওয়ামী লীগের সারা জীবনের দুঃখ রয়ে যাবে যে এই ধরনের কোন ছবি তারা মানুষকে দেখাতে পারবে না । যে ভালবাসা মানুষ জিয়াউর রহমানকে তার মৃত্যুর পর দেখিয়েছে , এর হাজার ভাগের এক ভাগও শেখ সাহেবের কপালে ছিল না । তারা দেখাতে পারবে না শেখ সাহেবের কোন জানাজা হয়েছে ।











জিয়াউর রহমানের জানাজায় লাখো মানুষের ঢল

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩১

স্ক্রু ঢিলা বলেছেন: এই কারনে আপনে অনেক বেশী খুশী হইছেন মনে হয় ???

২| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫

ম্যাংগো পিপল বলেছেন: যদি শেখ মুজিব ৭১ রে নিহত হতো, তাহলে এর তিন গুন লোক হতো তার জানাজায়। কিন্তু ৭৫ রে নিহত হবার পর সব লোক নফল নামাজ পরায় ব্যাস্ত ছিল, তাই জানাজয় অংশগ্রহন করতে পারেনি।

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩২

আমি ভূমিপুত্র বলেছেন: :#) :#) ছিঃ সত্য কথা এভাবে কইতে নাই

৩| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

প্রকৌশলী আতিক বলেছেন: এখন একটা গায়েবি জানাজা দিয়া দিলেই পারে। ফরিদ সাহেব আছেন, বিরিয়ানির একটা দাওয়াত দিলে লোকের অভাব হবেনা।

৪| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

হাছন রাধা করিম বলেছেন: ভাই এরকম বলতে নেই। শেখ সাহেব একজন মুসলমান ছিলেন। ওনার কর্ম ফলের কারনে শেষ পর্যন্ত মানুষের ভালবাসা পাননি। জানাজা হয়নি তো কি হয়েছে, মুসলমান হিসাবে আমাদের উচিত ওনার জন্য আল্লাহর দরবারে মাফ চাওয়া।

প্রশাসক হিসাবে ওনার ভুল ভ্রান্তিগুলো আমরা নির্মোহ ভাবে কাটা ছিড়া অবশ্যই করবো কিন্তু একজন মৃত মানুষকে কটাক্ষ করে নয়।

যদি এরকম করেন তাহলে আওয়ামী বাটপারদের সংগে তফাত থাকলো কই?

১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৬

আমি ভূমিপুত্র বলেছেন: মুজিব নিয়া বলি নাই তো, বলছি লীগ নিয়া

৫| ১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

কলাবাগান১ বলেছেন: কারফিউ দিয়ে জানাজা হয় না........

৬| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৫

আমি ভূমিপুত্র বলেছেন:

When Rahman died,Bangladesh's hope died,too ( The Montreal Gazette , August 19 , 1981 )

Bangladesh Poor Lose A 'Champion'( The Pittsburgh Press, May 30 , 1981 )

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

আমি রিয়াদ বলেছেন: আমার ব্লগে উত্তর দিলে নাও দেখতে পারেন তাই এইখানে দিলাম। উত্তর দেয়ায় ধন্যবাদ। আমি আমার নিজের পোস্টের খোঁজ সাধারণত রাখি না তাই আপনার কমেন্টটা আগে দেখিনি।

এম এ হান্নানের ঘোষণাটার নির্দিষ্ট সময়ের কথা মনে ছিল না তাই দিন বুজাতে সকাল বলেছি। আর আপনে নিজেই বললেন আনুষ্ঠানিক ঘোষণা না-শুধু গুড়া মরিচ/লাঠি ইত্যাদি নিয়া প্রতিরোধের আহবান পাকিদের এগেইন্সটে যা অনেকেই/কেউই তেমন শুনেনাই সংক্ষিপ্ততার + টেকনিক্যাল ত্রুটির কারনে তাইলে আমি আর নিজে বানাইলাম কোথায়!?!?!?!?!?!

কাজী নুর-উজ্জামান,বীর উত্তম এর বইয়ের যে পেজের লিঙ্ক দিলেন সেখানে শেষের দিকে একটা প্যারা আছে। পড়েছেন নিশ্চয়। ঐখানে একটা শব্দ ভুলভাবে তুলে তিনি বঙ্গবন্ধুর ঘোষণাকে প্রশ্নবিদ্ধ করেছেন সেটা হল লাখ লাখ শহীদ যেটা হাজার হাজার যদিও ইংরেজি ঘোষণায় কোনটাই নেই। তিনি বলেছেন বঙ্গবন্ধুর বাসার টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন ছিল তাই গণহত্যার কথা তাঁর জানার কথা না। যদি তিনি গণহত্যার কথা নাই শুনে থাকেন তবে অন্যদের নিরাপদে যেতে বলবেনই বা কেন? লেখকের ছেলের বন্ধুরা বঙ্গবন্ধুর নিরাপত্তার কথা শুনে তাঁর বাড়িতে ছুটে গেল এরকম কি আর কেউই যায়নি? তাদের কেউই কি তাঁকে শহরের কোথায় কি হচ্ছে বলতে পারবে না? তখনত ঢাকা আজকের মত বিশাল ছিল না। সে রাতেই ঢাকার গণহত্যার খবর চট্টগ্রামে মেজর জিয়ার কাছে পোঁছে যেতে পারলে বঙ্গবন্ধুর কাছে পোঁছাবে না কথাটা কি আসলেই বিশ্বাসযোগ্য?
যতটুকু পড়েছিলাম সম্ভবত তোফায়েল আহমেদ গণহত্যার কথা শেখ মুজিব কে জানান। আর ২৬শে মার্চ দুপুরের জিয়ার ঘোষণা এই লেখকের বই ছাড়া আর কোথাও পেলাম না।

আপনি ২য় যে বইয়ের লিঙ্ক দিলেন তাঁর ৩২৪ পেজের সম্পূর্ণ অংশটুকু দেননি। ধরেনিলাম অনিচ্ছাকৃত। ঐ পেজের প্রথম প্যারাটায় একটা ম্যাসেজের কথা বলা আছে। ডাঃ মঞ্জুলা আনোয়ার যা বাংলায় অনুবাদ করেন। ম্যাসেজ টা কি ছিল? কার ছিল? আপনার দেয়া ঐ বইয়ের রেফারেন্স হিসেবে ১টা লিঙ্ক দেয়া Click This Link ম্যাসেজটা বোধয় এইটাই!

আমি জিয়ার ঘোষণা বা ঘোষক নিয়ে কোন প্রশ্ন করিনি করেছি প্রকৃত ঘোষক কে আর ঘোষণা কি? তাই অন্য লিঙ্কগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করছি না।

আপনার দেয়া লিঙ্কগুলি যদিও যথেষ্ট আমার বক্তব্য পরিষ্কার করতে তারপরও আপনি কিছু লিঙ্ক দেখতে পারেন। Click This Link এই ব্লগে।
এছাড়া http://www.amarblog.com/hrrh69/posts/145386
Click This Link
Click This Link লিঙ্ক গুলাও দেখতে পারেন।

২য় উত্তর এইটা আদালতে প্রমানের ব্যাপার ভাইজান......আমার কাছে তার রাজাকারীর তথ্যপ্রমান নাই(আমনের কাছে থাকলে মাস্ট আদালতে দ্যান বা সরকারের আইনজীবী গোরে দ্যান) কিন্তুক আমি কইনাই যে,সে রাজাকার বা রাজাকার না।।কতা শ্যাষ। আপনি সাকার রাজাকারীর তথ্য প্রমাণ পান নাই কিন্তু এম এ হান্নান, জহুর আহমেদ, এম এ আজিজদের আম্বা খাসলতের প্রমাণ পাই গেছেন!!!! যারা জীবনের ঝুঁকি নিয়ে কারফিউ ভঙ্গ করে গণহত্যার খবর প্রচারে উদ্যোগী ছিলেন। জিয়া নিজেকে প্রেসিডেন্ট ঘোষণাটা মেনে নেওয়া সে মুহূর্তে যে কারো পক্ষেই অসম্ভব ছিল। কারণ প্রথমত তিনি ছিলেন সেনাবাহিনীর একজন মেজর, দ্বিতীয়ত সে সময় নির্বাচিত প্রতিনিধি ছিল যদিও তারা ক্ষমতা গ্রহণ করতে পারেনি কিন্তু তাঁরা জনগণ কর্তৃক নির্বাচিত। এটা ক্রেডিট দেয়া নেয়ার কিছুনা।কোন জরুরি অবস্থায় সেনাবাহিনীর একজন মেজর নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করাটা স্বাভাবিক ভাবেই কেউ মানেনি।

প্রত্যেক মানুষের বিশ্বাস নিজের কাছে আপনি কি বিশ্বাস করেন বা করতে চান সেটি আপনার ব্যাপার। আপনি সঠিক কে ভুল বা ভুল কে সঠিক মনে করে বিশ্বাস করতে পারেন আপনার ব্যাপার। আমার পরিচিত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা আছেন তাঁরাও কখনো বঙ্গবন্ধুর ঘোষণা অস্বীকার করে না। তাহলে কি তাঁরা আম্বার দালাল?

আর বঙ্গবন্ধুর জানাজার নামাজের মিছিল দেখার কথা বলছেন!!! তাঁকে তো জানাজাই দিতে চায় নাই!!!!!! আবার জানাজা পড়ার জন্য ঘোষণা দিবে!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.