নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা নিয়ে বসে আছি ।

রানার ব্লগ

দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।

রানার ব্লগ › বিস্তারিত পোস্টঃ

অভিযোগ

০৯ ই জুন, ২০২৫ ভোর ৫:৩৮


তুমি বললে
আমি নাকি বদলে গেছি,
আরো কঠিন হয়েছি, কম কথা বলি,
দূরে দূরে থাকি।

তুমি দেখোনি
রোজ রাতে ফেলে আসা স্মৃতির
জীর্ণ জাদুঘরে দাঁড়িয়ে
আমি নিঃশব্দে কাদতাম।

তুমি বোঝোনি
তোমার প্রতিটি অনুচ্চারিত অভিমান
আমার বুকে ছুরি হয়ে বিধেছে,
আর আমি হেসেছি, যেন কিছুই হয়নি।

তুমি বলোনি
তুমি কবে থেকে নিজেকে
আমার থেকে আলাদা ভাবতে শিখলে,
শুধু আমার ভুল গুলো গুণে গুণে
আমারই দিকে ছুড়ে দিলে।

তাই আজ,
আমি আর অভিযোগ করি না,
কারণ অভিযোগেরাও ক্লান্ত হয়।

শুধু চুপ করে,
তোমার লেখা সেই অভিযোগের খাতা
আমি ফেরত দিয়ে
বলি, তুমি জিতলে।
আমার হেরে যাওয়া ছিল শুধু
তোমায় ভালোবেসে ফেলাটা।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২৫ রাত ৮:০২

মিরোরডডল বলেছেন:





এতো সুন্দর একটা কবিতা মন্তব্য শূন্য দেখতে ভালো লাগে না।

তোমার প্রতিটি অনুচ্চারিত অভিমান
আমার বুকে ছুরি হয়ে বিধেছে,
আর আমি হেসেছি, যেন কিছুই হয়নি।


এই হাসির আড়ালে কষ্ট থাকে, যা একান্ত নিজের, কারো সাথে শেয়ার করতে হয় না।

অনেক ভালোলাগার একটা গান।

যদি স্বীকার করতে বন্ধু, তুমি হতেই জয়ী
আমি পরাজয় মেনে নিয়ে ভাবতাম, তুমি জয়ী।






০৯ ই জুন, ২০২৫ রাত ৯:০৪

রানার ব্লগ বলেছেন: আমার আশেপাশে ঠিক এই মুহুর্তে ঘন-কালো আঁধার। আমি আঁধারের মাঝে বসে গানটা শুনলাম। ভালো লাগলো।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ০৯ ই জুন, ২০২৫ রাত ১১:২৮

সামরিন হক বলেছেন: সুন্দর কবিতা

১০ ই জুন, ২০২৫ রাত ১২:২৭

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৩| ১১ ই জুন, ২০২৫ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১১ ই জুন, ২০২৫ রাত ৯:২৬

রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ

৪| ১১ ই জুন, ২০২৫ দুপুর ১:৪৫

শায়মা বলেছেন: আহা কবিতাটা শুধু মেয়েরাই পড়লো। রাজীব ভাইয়ু ছাড়া সব ভাইয়ারাই মনে হয় কবিতা বিদ্বেষী হয়ে উঠেছে। :(

১১ ই জুন, ২০২৫ রাত ৯:২৬

রানার ব্লগ বলেছেন: মেয়েরা কবিদের ভালোবাসে। সেই অর্থে আমার ভাগ্য অন্যান্য কবিদের থেকে খারাপ।

৫| ১১ ই জুন, ২০২৫ দুপুর ২:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব সুন্দর কবিতা। এই কবিতা প্রেমিকাকে দিলে সে কখনও আর রাগ করবে না। এই কবিতা প্রতিটা ঝগড়াটে দম্পতির বেড রুমে টাঙ্গিয়ে রাখা যেতে পারে।

১১ ই জুন, ২০২৫ রাত ৯:২৫

রানার ব্লগ বলেছেন: লেখক নিজেই রাখছে গলায় ঝুলিয়ে কিন্তু কাজ হচ্ছে না। B-)

৬| ১১ ই জুন, ২০২৫ রাত ৯:৩২

শায়মা বলেছেন: চুয়াত্তর ভাইয়াকে এই কবিতা বাঁধাই করে পাঠিয়ে দাও। তার মত ঝগড়াটে কুটনা এই দুনিয়ায় কম কম আছে :)

১১ ই জুন, ২০২৫ রাত ১০:২৪

রানার ব্লগ বলেছেন: আইচ্ছা :D

৭| ১২ ই জুন, ২০২৫ রাত ১২:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: যার সাথে ঝগড়া হয় তার গলায় কবিতাটা ঝুলাতে হবে। :)

কুটনি খুকি শায়মাকে বলেন আমার সাথে যেন ঝগড়া করার সাহসও না করে।

১২ ই জুন, ২০২৫ রাত ১:০৭

রানার ব্লগ বলেছেন: মাফ চাই দোয়াও চাই। আপনাদের সমস্যা আপনারা মিটিয়ে ফালান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.