নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ঝরে পড়া শব্দগুলোর আস্তানা!

জীবনের চরম সুখের মুহূর্তে চোখ মেলে দেখি আমার পাশে জনতার ভীড়, কিন্তু যখন এক ঝাঁক শকুন আমার মৃত্যুর অপেক্ষায় বসে থাকে তখন আমি বড়ই একা।।

মুহম্মদ ইমাম উদ্দীন

ভালবাসি আমার দেশকে। ভালবাসি বিজ্ঞান। [email protected]

মুহম্মদ ইমাম উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

অভিনয়ের শিকার

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬

চারিদিকে শুধু অভিনয় দেখি

অভিনয়ের ফাঁদে পড়ে প্রণয়ের ছবি আঁকি।



আঁধার করে আলোর অভিনয়

মন্দ করে ভালোর অভিনয়

ভণ্ড করে ধার্মিকের অভিনয়

মিথ্যা করে সত্যের অভিনয়।



সবসময় শুধু অভিনয়ের ফাঁদে পড়ি

অভিনয়ের ফাঁদে পড়ে আশার পাহাড় গড়ি।



শত্রু করে বন্ধুর অভিনয়

অপকারী করে উপকারীর অভিনয়

পরকীয়ায় লিপ্ত বউটি করে স্বামী-ভক্তির অভিনয়

মাংসে মাংসে ঘষাঘষি করে চলে প্রেমের অভিনয়।



সমাজের রন্ধ্রে রন্ধ্রে অভিনয়ের ছড়াছড়ি

অন্ধ সমাজ দেখে না

বয়রা সমাজ শুনে না

বোবা সমাজ কিছুই বলে না

অভিনয়ে ভরা নষ্ট সমাজে থাকতে পারছি না আর

আমি এক হতভাগা অভিনয়ের শিকার।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২২

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন । আপনার লেখা ? আজকাল আবার ভয় লাগে , কে কোনখান থেকে লেখা দেয় কে জানে ! লেখার শেষে লেখার তারিখ যোগ করলে আর এই সমস্যা হয় না ।

ভালো থাকবেন :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০১

মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: এই কথাটা পাশের কোন বন্ধু বললে তেমন লাগে না। কিন্তু একজন ব্লগার বললে সত্যি খারাপ লাগে। না ভাই ঐ বদঅভ্যাস টা আমার নাই। তারিখ যোগ করলে এই সমস্যা সমাধান ক্যামনে হয় বুঝা গেল না।

ধন্যবাদ। আপনিও ভালো থাকুন।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২১

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । পড়ে ভাল লাগল । :)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.