| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলায় যাকে আমরা ধর্ম বলি, তাকে ইংরেজীতে তর্জমা করলে দাড়াঁয় রিলিজিয়ন। অথচ ধর্মের অর্থ সব ক্ষেত্রেই রিলিজিয়ন নয়। হাসিম শেখ আর স্বপ্ন বাবুর ধর্ম ভিন্ন-একজন মুসলিম ও অন্যজন হিন্দু। কিন্তু দুজনই কৃষক। আর কৃষকের ধর্মই চাষ করা। অর্থাৎ ব্যাক্তিগত সমষ্টিগত ধর্মীয় বিশ্বাসের বাইরে গিয়ে ধর্মকে যাপনের সঙ্গেও সম্পৃক্ত করা যায়। আবার জড়বস্তুরও ধর্ম হয়-প্রাপার্টি। একদল মানুষের ধমীয় বিশ্বাস মৌলবাদে।তাদের সামলাতে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধর্ম কী হয় তা সম্প্রতি আমাদের দেখার সুযোগ হল।
ধর্ম কী?
ধর্মের শাব্দিক অর্থঃ
সংস্কৃতির ‘ধৃ’ ধাতুর সাথে ‘মন’ প্রত্যয় যুক্ত হয়ে ধর্ম শব্দের উৎপত্তি। ‘ধৃ’ ধাতুর অর্থ ধারণ করা। তাই ধর্ম বলতে বোঝায় যা কোন কিছুর অস্তিত্বকে ধারণ করে থাকে। ইংরেজি Religion শব্দটি সংস্কৃত ও বাংলা শব্দ ধর্ম এর অনেকটা সমার্থক। ইংরেজীতে Religion শব্দের সংজ্ঞায় বলা হয় belief is a higher unseen controlling power especially in a personal God. অদৃশ্য নিয়ন্ত্রক শক্তির বিশেষত ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস।
ধর্মের পারিভাষিক অর্থ:
ধর্মতত্ত্ব বিদদের নিকট ধর্ম সম্পর্কে বিভিন্ন রকম ও পরস্পর বিরোধী মতামত পরিলক্ষিত হয়। ফলে ধর্মের মৌলিক পরিচয় প্রকাশের চেষ্টা অনেক ক্ষেত্রে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। বাকিটুকু পড়তে এখানে ক্লিক করুন]
©somewhere in net ltd.