![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিশাচর হয়ে জাগি রাতভর,
চোখ মেলি দেখি সময় দ্বি-প্রহর।
আকাশের নীলে খুঁজি রক্তিম প্রহর,
ডানা কাটা পাখি বন্ধ দোর।
আভছা আলোয় রোজ দিন আসে,
ফেলে দিয়ে অন্ধকার পাছে।
তবুও সে আসেনা খুব কাছে,
দূর থেকেই ভালবাসে।
মুক্ত হবার আশায় নিসচুপ নিস্তব্ধ,
চেয়ে দেখি চারিদিকে নানান শব্দ।
চেনা জানা পথগুলো হারিয়ে যায় অকারনে,
চলায় বারণ বন্দি খাঁচার এই জীবনে।
©somewhere in net ltd.