![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সেই ঈশ্বরে বিশ্বাসি নই যার বাস দাঁড়ির ঝোঁপে টিকির গিঁটে ও নামের প্যাঁচে।আমি সেই ঈশ্বরে বিশ্বাসি যার বাস ভালোবাসা ও মানবতায় পরিপুর্ন একটি পবিত্র হৃদয়ে।
আমি নাস্তিক, আমি সগর্বে ঘোষনা করছি আমি নাস্তিক।কারন নাস্তিকতা আমাকে দিয়েছে পাপ পুন্যের হিসাব বিহীন মুক্ত নিশ্বাসের স্বাদ,আমাকে দিয়েছে দোযোখের আগুনের ভয় মুক্ত যুক্তি ও বাস্তবতার নিরিখে গঠিত একটি সুন্দর স্বাস্থকর পৃথিবী,যেখানে আমার কল্পনারা পেতে পারে তাদের পরিনতি স্বপ্নরা পেতে পারে বাস্তবতার রং,যেখানে কেউ আমার স্বপ্ন গুলিকে চাপাতি হাতে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয় না।সেখানে কেউই আমার কল্পনা,ব্যাক্তিগত মতবাদকে চায় না হেমলক পান করিয়ে তাদের হত্যা করতে।মৃতপ্রায় অযৌক্তিক ধর্মীয় শিকলে আবদ্ধ আমার মানবিক গুলিকে নাস্তিকতাই দিয়েছে অসিম এই আকাশে উড়ার ঢানা,ধর্ম যেখানে আমাকে অন্য ধর্মালম্বী আমার প্রানপ্রীয় বন্ধুটিকে ত্যাগের কথা গেলাতে ব্যাস্ত সেখানে নাস্তিকতাই আমাকে শিখিয়েছে মানুষকে আপন করে নিতে,ধর্মীয় মিলামিলের নিরিখে নয়,বরং মানবিকতা ও ভালোভাষার নিরিখে।পৃথিবীর প্রত্যেকটি মানুষকে আজ আমি ভালোবাসি এবং সবাইকেই আপন করে নিতে চাই কাউকেই আজ আমার বন্ধুরুপে গ্রহন করতে বাধা নেই কারন আমি নাস্তিক।একসময় সর্বদা পাপ পুন্যের হিসাব কষে সদা হীনমন্যতায় ভোগা আমার নিস্পাপ মনটি আজ নাস্তিকতার কারনেই পেয়েছে মুক্তির স্বাদ।অবাদ যৌনক্রিয়ায় আমি বরাবরই রুচিহীন,শুধু চাই প্রিয়তমার হাতটি ধরে এক পশলা বৃস্টিতে ভিজতে,তাই আক্ষরিক অর্থে ৭২টি হুর আমাকে আকর্ষিত করেনা।ঠিক তেমনই আমি একটি লিঙ্গাকৃত পাথরে দুধ ঢেলে পুন্য অর্জন অথবা সৌদি গিয়ে কথিত শয়তানকে পাথর মেরে নেকি হাসিলের পক্ষপাতি নই।এই সবই আমার কাছে অপচয় অর্থ,খাদ্য এবং সময়ের,বরং আমি এই জীবন ধারনে মুল্যবান বস্তুগুলি কোনো সাহায্য প্রার্থিকে দিয়ে তাকে সাহায্য করাতেই আগ্রহি।
আমি মানুষ
আমি মানুষ ছিলাম
আমি মানুষ আছি
আমি মানুষ থাকবো
অন্তহীন রাকিব......
১৯ শে মে, ২০১৬ রাত ৯:৩৬
লেখক অন্তরালে বলেছেন: প্রকৃত বাস্তবতাকে যুক্তির নিরিখে বিশ্লষন অতঃপর গ্রহন করে।
ধন্যবাদ আপনাকে
২| ১৯ শে মে, ২০১৬ রাত ৯:৪৫
চিত্রনাট্য বলেছেন: আপনার থেকে বুদ্ধি চাই। ইচ্ছে করে প্রতি রাতে ব্রোথেলে চলে যাই, কিন্তু পারি না। ইচ্ছে করে, ইচ্ছে করে ___ বাকিটা আর বললাম না। এই পচা ধর্মের জন্য পারি না। সুন্দর আমার আরাধ্য। সব সুন্দর আমার হাতের পাশ দিয়ে চলে যায় আমি একটু ছুঁয়ে দিতে পারি না।
১৯ শে মে, ২০১৬ রাত ৯:৫৬
লেখক অন্তরালে বলেছেন: আপনি সম্ভবত এই প্রথাভিত্তিক সমাজকে ভয় পান!!!
ভয় ত্যাগ করুন তাহলেই পারবেন
৩| ১৯ শে মে, ২০১৬ রাত ১০:১৩
চিত্রনাট্য বলেছেন: ঠিক বলেছেন। আমি আসলে প্রথাভিত্তিক সমাজকেই ভয় পাই। আপনি তাহলে বলছেন, এটা তাহলে করা যেতেই পারে, তাইনা?
আমার ইচ্ছে করে, প্রতিরাতে নিঃশব্দে উঠে যাই, তারপর একটা একটা খুন করি, কোন কারণ নেই, এম্নি এম্নি। কি একটা মুভিতে দেখেছিলাম।
কিন্তু ধর্ম বলেছে, এগুলো করা যাবে না, তাই করতে পারি না। এটা করা যাবে তো?
আমার মনে হয় এটা করা যাবে, কারণ যে যোগ্য সেইতো টিকে থাকে। আদিকাল থেকেই তাই হয়ে আসছে, তাইনা?
১৯ শে মে, ২০১৬ রাত ১০:৫০
লেখক অন্তরালে বলেছেন: আপনার ধর্মজ্ঞ্যান দেখে হাসতেছি
৪| ১৯ শে মে, ২০১৬ রাত ১০:১৪
চিত্রনাট্য বলেছেন: ঠিক বলেছেন। আমি আসলে প্রথাভিত্তিক সমাজকেই ভয় পাই। আপনি তাহলে বলছেন, এটা তাহলে করা যেতেই পারে, তাইনা?
আমার ইচ্ছে করে, প্রতিরাতে নিঃশব্দে উঠে যাই, তারপর একটা একটা খুন করি, কোন কারণ নেই, এম্নি এম্নি। কি একটা মুভিতে দেখেছিলাম।
কিন্তু ধর্ম বলেছে, এগুলো করা যাবে না, তাই করতে পারি না। এটা করা যাবে তো?
আমার মনে হয় এটা করা যাবে, কারণ যে যোগ্য সেইতো টিকে থাকে। আদিকাল থেকেই তাই হয়ে আসছে, তাইনা?
৫| ১৯ শে মে, ২০১৬ রাত ১০:৩৬
চিত্রনাট্য বলেছেন: হ্যালো নাস্তিক, আপনি কই? ওয়েটিং ফর ইউ
৬| ১৯ শে মে, ২০১৬ রাত ১০:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাহসী পোস্টে এ ++
১৯ শে মে, ২০১৬ রাত ১০:৫১
লেখক অন্তরালে বলেছেন: ধন্যবাদ আপনাকে
৭| ১৯ শে মে, ২০১৬ রাত ১১:১৩
চিত্রনাট্য বলেছেন: হাসতেছেন ক্যান? উত্তর তো দিলেন না?
প্রশ্নের উত্তর তো দিবেন।
এত রাতে আপনার কাছ থেকে জানবো বলেই তো বসে আছি। মাঝখানে বিশাল একটা লেখা পড়তে গিয়ে আপনার উপস্থিতি টের পেলাম না।
৮| ১৯ শে মে, ২০১৬ রাত ১১:১৯
হুজ্জাত বলেছেন: হে হে
৯| ১৯ শে মে, ২০১৬ রাত ১১:১৯
হুজ্জাত বলেছেন: হে হে
১০| ২০ শে মে, ২০১৬ রাত ১২:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন সমস্যা নাই। কিন্তু ধর্ম নিয়ে ক্যাচাল লাগানোর দরকার নেই। আপনি আপনার ধ্যান ধারণা নিয়ে থাকেন। আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বন্ধু থাকলে নাস্তিক বন্ধুও থাকতে পারে...
১১| ২০ শে মে, ২০১৬ রাত ২:২৭
Safin বলেছেন: আপনি নিক চেন্জ করলেন কীভাবে?
একটু যদি বলতেন!
১২| ২০ শে মে, ২০১৬ ভোর ৫:২৭
মোস্তফা ভাই বলেছেন: আমি একজন মডারেট আস্তিক, তবে আপনার সাহসী পোষ্টে প্লাস।
২০ শে মে, ২০১৬ সকাল ১১:৪৭
লেখক অন্তরালে বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৩| ২০ শে মে, ২০১৬ রাত ১০:১৯
হাফিজ বিন শামসী বলেছেন: বিশ্বাস একান্তই নিজের ব্যাপার।
১৪| ২০ শে মে, ২০১৬ রাত ১১:০৫
মোঃ মঈনুদ্দিন বলেছেন: এরকম দুঃশ্চিন্তাও করে মানুষে? বাহ! আপনি নাস্তিক না অন্য কিছু? শুধু ভোগের স্বাধীনতা চাই? কে বলেছে, ধর্ম আপনাকে বন্ধু হারা করেছে? কোন ধর্মই আপনাকে বন্ধু বিহীন করেনা। যা করে সেটা হলো আপনার ভিতরকার কুপমন্ডুকতা আর হীনম্মন্যতা। একজন সত্যিকার ধার্মিক কখনো পরধর্মে অসহিষ্ণু নয়। ধর্মকে ভালো করে বুঝলে আপনি এরকম লিখতে পারতেননা। নিচের নামটা যদি আপনার নামের কার্টেসি হয় তবে ধরে নিচ্ছি আপনি প্রথমে একজন মুসলমানের ঘরে জন্ম নেয়া একজন সাধারণ মানুষ! অসাধারণ সাজতে চাচ্ছেন বুজরুকি আর ভুংভাং করে! বাহ! নাস্তিক্য! আমি আস্তিক, আমি গর্বিত। আমি আপনাকে সহ্য করবো। সমস্ত নাস্তিককেও সহ্য করবো। কারণ, যারতার কর্মফল তারতার। এখানে কার কি আর?
১৫| ২১ শে মে, ২০১৬ রাত ১২:৩১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হায়, নাস্তিক তুমাকে ওয়েলকাম!
তবে কোন ধর্মকে অপমান বা কোন ধর্মের বিরুদ্ধে কিছু বলার অধিকার তোমার নেই। তুমি তোমার ধ্যান ধারনা নিয়ে থাকো। আর আমি আমার!!
আর ধর্মের ব্যপারে তুমি সব সময়ইই চুপ থাকবা! কারন তুমি যেটা বিশ্বাস কর না, সেটা সম্পর্কে কিছু বলার অধিকার ও তোমার নেই!!
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৬ রাত ৯:২৫
চিত্রনাট্য বলেছেন: বাহ্! আমি আপনার ভাবনা চিন্তায় মুগ্ধ।
আমি এরকম হতে চাই, তবে একটু ভিন্ন কারণে। আমারও ওই বেহেস্ত টেহেস্ত নিয়ে অত লোভ নেই, কিন্তু এই দুনিয়াতে আমি সব পেতে চাই। কিন্তু ওই ধর্ম টর্মের জন্য পারি না। কিভাবে আপনি এই স্তরে পৌঁছাতে পারলেন?