নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Habib Imran, B.A. & M.A. (Philosophy), University of Chittagong. Current City : Riyadh, Kingdom Of Saudi Arabia. Email: [email protected]

হাবিব ইমরান

বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তি এবং সংগঠনগুলোকে আমি প্রচন্ড ঘৃণা করি। তারা ধ্বংস হোক।

হাবিব ইমরান › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ- ৬ : বিশ্বসেরা কয়েকটি লাইব্রেরি

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৪

১. লাইব্রেরি অব কংগ্রেসঃ





লাইব্রেরি অব কংগ্রেস (এলওসি) হলো বিশ্বের সর্ববৃহৎ লাইব্রেরি। এটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এটি দেশটির জাতীয় লাইব্রেরিও। একইসাথে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরাতন ফেডারেল কালচারাল ইনস্টিটিউশন।
বর্তমানে এই লাইব্রেরির সংগ্রহে ৩২ মিলিয়নের অধিক ক্যাটালগড বই রয়েছে। এছাড়া রয়েছে ৬১ মিলিয়ন পান্ডুলিপি, যা বিশ্বের সর্ববৃহৎ বিরল বইয়ের সংগ্রহ। এখানে যুক্তরাষ্ট্র সরকারের ১ মিলিয়ন প্রকাশনা, গত তিন শতকের প্রায় ১ মিলিয়ন পত্রিকা, ৫ লাভ মাইক্রোফ্লিম রিল, ১ লাখ ২০ হাজারের অধিক কমিক বই, ৫.৩ মিলিয়ন ম্যাপ, ৬ মিলিয়ন মিউজিক, ৩ মিলিয়ন সাউন্ড রেকডিং, ১৪.৭ মিলিয়নের অধিক প্রিন্ট ও ফটোগ্রাফিক ইমেজসহ নানা ধরণের জিনিষ। (সূত্রঃ Champs21, ২০১৮ সালের তথ্যানুযায়ী)

২. রাশিয়ান স্টেট লাইব্রেরিঃ



রাশিয়ার মস্কোতে অবস্থিত রাশিয়ার জাতীয় গ্রন্থাগার। কার্যক্রম শুরু ১৭৯৫ সালে। এটি রাশিয়ার সবচেয়ে প্রাচীন, বৃহত্তম ও জনপ্রিয় লাইব্রেরি। এর সংগ্রহে রয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫০ হাজারের বেশি বই।

৩. ন্যাশনাল লাইব্রেরি অব চায়নাঃ





এটি এশিয়ার সবচেয়ে বৃহৎ ও বিখ্যাত লাইব্রেরি। এর সংগ্রহে আছে ২ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ৭৭৭ বই। প্রায় ১২ লাখ সাময়িকী এর অন্তর্ভুক্ত । চীনা সাহিত্যের সবচেয়ে বড় সংগ্রহ আছে এতে। লাইব্রেরিটি স্থাপিত হয় ১৯০৯ সালে চীনের বেইজিংয়ে।

৪. হার্ভার্ড বিশ্ববিদ্যালয় লাইব্রেরিঃ



এটি একটি লাইব্রেরি সিস্টেম। প্রায় ৯০টি শাখা সমন্বিত। সর্বমোট বইয়ের সংখ্যা ১ কোটি ৫০ লাখ।
এটি পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম লাইব্রেরি। স্থাপিত ১৬৩৮ সালে।
[সূত্রঃ ঢাকা টাইমস]

৫. নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিঃ





পৃথিবীর অন্যতম প্রধান গ্রন্থাগার এবং আমেরিকার বিখ্যাত গবেষণা গ্রন্থাগার এই লাইব্রেরি। এটি স্থাপিত হয় ১৮৯৫ সালে। লাইব্রেরিটির ৮৭টি শাখা রয়েছে। এই লাইব্রেরির সংগ্রহে রয়েছে ১ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ১৯২টি বই।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই তুলনায় আমােদর সংগ্রহ খুবই অপ্রতুল বটে :((
২০১৭ সালের তথ্য অনুযায়ী তাদের সংগ্রহে প্রায় ২,০৪,৯৭৪[২] বই আছে। বইগুলোর বেশিরভাগের ভাষা বাংলা কিংবা ইংরেজি, তবে হিন্দি, উর্দু, আরবি ও ফারসি ভাষারও কিছু বই রয়েছে।
বর্ণনার ধরনে বলে সব বই ক্যাটালগড নয়!
কি একটা অবস্থা!

০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০১

হাবিব ইমরান বলেছেন:

আমরা সব দিক থেকেই পিছিয়ে। এটাও একধরণের সফলতা বলতে পারেন। শিক্ষা ছাড়াও প্রায় সব দিক থেকেই আমরা পিছিয়ে। যেমন- ঐক্য, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, বৈজ্ঞানিক চিন্তাভাবনা, শিল্পে উন্নয়ন, চিকিৎসা, মানবসম্পদ উন্নয়ন, জ্বালানি তেল/গ্যাস উত্তোলন, ব্যবহার্য জিনিসপত্র তৈরি সহ আমরা সবক্ষেত্রেই পিছিয়ে। যখন এতোকিছুতে আমরা পিছিয়ে তখন লাইব্রেরির উন্নয়ন না হওয়া এটা খুউব মামুলি ব্যাপার।

একটা জাতি কতটা উন্নত, তা দেখা যায় তাদের লাইব্রেরি আর খাবার-দাবারের দিকে খেয়াল করলে।

২| ০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৫

এম এ হানিফ বলেছেন: বিখ্যাত ‍সব লাইব্রেরি সম্পর্কে অনেক কিছু জানলাম।

০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৪

হাবিব ইমরান বলেছেন:

ধন্যবাদ।
ভালো থাকুন, নিরাপদে থাকুন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, মাস্ক ব্যবহার করুন, বাইরে অপ্রয়োজনে কম যাবেন, পরিবারকে করোনার সময়ে নিরাপদে থাকার ব্যাপারে সচেতন করুন।

৩| ০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট।

০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৩৪

হাবিব ইমরান বলেছেন:

ধন্যবাদ।

৪| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৮:২৮

পদ্মপুকুর বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: এই তুলনায় আমােদর সংগ্রহ খুবই অপ্রতুল বটে :(( ২০১৭ সালের তথ্য অনুযায়ী তাদের সংগ্রহে প্রায় ২,০৪,৯৭৪[২] বই আছে। বইগুলোর বেশিরভাগের ভাষা বাংলা কিংবা ইংরেজি, তবে হিন্দি, উর্দু, আরবি ও ফারসি ভাষারও কিছু বই রয়েছে। বর্ণনার ধরনে বলে সব বই ক্যাটালগড নয়!

আমাদের লাইব্রেরি হওয়ার খুব যে দরকারও নেই, তার প্রমাণ লাইব্রেরিগুলোতে গেলেই পাওয়া যায়। সব বইয়ের উপরে ধুলোর আস্তরণ আর পোকায় কেটে সাবাড় করে দিচ্ছে, কেবলমাত্র বিসিএসের গাইডগুলো চকচক করছে... এখানে লাইব্রেরি হলেই বরং তার মানইজ্জত রক্ষা করা কঠিন হবে।

০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৪

হাবিব ইমরান বলেছেন:

আমাদের দেশে জ্ঞানীগুণীর চেয়ে এখন বিসিএস ক্যাডারের সম্মান অনেক বেশি, তাই জ্ঞানীদের বই পড়ার চেয়ে বিসিএস ক্যাডার হওয়াটা কোহিনূর মুক্তার মত মূল্যবান।

তবে এটা এ জাতির জন্য খুবই বিপদজনক। এ জাতির সবাই বিসিএস ক্যাডার হতে চায়, কিন্তু বিসিএস ক্যাডার সবার হওয়ার সুযোগ নেই। তখন দেখা যায় এরা জ্ঞানীও হলো না আবার বিসিএস ক্যাডারও হলো না, তখন এরা হতাশায় পাড়ার অস্ত্রধারী ক্যাডার হয়ে যায়।

লজ্জাজনক অধ্যায়। বইয়ের উপর বালির স্তুপ, অন্ধকার ভবিষ্যতের পূর্বাভাস দিচ্ছে না তো?

০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৮

হাবিব ইমরান বলেছেন:
তাছাড়া আমাদের দেশের লাইব্রেরিগুলোর দিকে তাকালে চা দোকানের মত লাগে। আর বহির্বিশ্বের লাইব্রেরির দিকে তাকালেই বুঝা যায় আসল নান্দনিকতা কাকে বলে!!

রুচিবোধ আর নান্দনিকতা যে আমাদের মধ্যে মোটেও নাই তা আমাদের বিরাট বিরাট স্থাপনাগুলোর দিকে তাকালেই দেখা যায়।

৫| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: রাশিয়ার লোকের নাকি বই প্রেমিক অন্য অনেক দেশের তুলনায়। এরা নাকি বাসে ট্রেনে বসে প্রচুর পড়ে।

০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৫২

হাবিব ইমরান বলেছেন:

আমাদেরও রাশিয়ানদের মত প্রচুর বই প্রেমিক প্রয়োজন। কিভাবে বই প্রেমিক তৈরি করা যায় পরামর্শ দেন। এ দেশে কি প্রচুর বই প্রেমিক জন্মানোর কোন সম্ভাবনা আছে?

এ দেশে বই প্রেমিক জন্মাতে না পারলে দেশটা ধ্বংস হয়ে যেতে পারে অচিরেই। একটা দেশ অজ্ঞ আর মূর্খদের নিয়ে বেশিদিন টিকতে পারে না, যেমন সাগরে দক্ষ চালক ছাড়া জাহাজ বেশিক্ষণ টিকেনা।

৬| ০৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৬

রাজীব নুর বলেছেন: এরকম একটা লাইব্রেরী আমি করবো আমাদের দেশে দোয়া করবেন।

০৬ ই জুলাই, ২০২০ রাত ১:০৪

হাবিব ইমরান বলেছেন:

আপনার আগ্রহ, চিন্তাভাবনা, সৎ পরামর্শ আমাকে প্রচুর আশাবাদী করে প্রিয় রাজীব ভাই।
শুভকামনা জানবেন, আপনার লাইব্রেরি করার চিন্তাভাবনা সফল হোক। একটা জাতির অন্ধকার থেকে আলোতে আসার জন্য বইয়ের চেয়ে উজ্জ্বল আলো হতেই পারেনা। প্রতিটি ঘরে জ্বলে উঠুক জ্ঞানের আলোকশিখা।



৭| ০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:০৯

নেওয়াজ আলি বলেছেন: লন্ডন হতে লেখক বন্ধু সবসময় লাইব্রেরির ছবি পাঠায়

০৬ ই জুলাই, ২০২০ রাত ১:১৩

হাবিব ইমরান বলেছেন:

একজন রুচিশীল মানুষের পৃথিবী হলো একটা সুবিশাল লাইব্রেরি। যার প্রতিটা কোনায় রয়েছে অক্সিজেনের প্রচুর উৎস। এ ধরণের মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন হলো বই। তাছাড়া রুচিশীল মানুষের প্রথম পছন্দ বই, দ্বিতীয় পছন্দ বই, এবং সর্বশেষ পছন্দও বই।

লেখক বন্ধুকে আমার তরফ থেকে ভালোবাসা এবং শুভকামনা জানাবেন, প্লিজ। শুভকামনা এবং ভালোবাসা আপনার জন্যও অনেক অনেক।

৮| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৭

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সুন্দর পোস্ট।বিশ্বের সেরা লাইব্রেরিগুলো সমন্ধে জেনে ভালো লাগলো।

২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৯

হাবিব ইমরান বলেছেন:

ভালো লাগা জানিয়েছেন। আপনার ভালো লাগায় আমারও ভালো লাগছে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.