নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূমকেতু

imran157

imran157 › বিস্তারিত পোস্টঃ

অন্যরকম ২৫শে সেপ্টেম্বর!!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬

বেশ কটা দিন ধরে, প্রখর রোদের প্রচন্ডতা সকলের মনকে অতিষ্ঠ করে তোলেছে। যার দরুন কিছু মিষ্টি অনুভূতি গুলো পিপাসায় ছটফট করছিলো বড্ড বেশিই! ঠিক এমনি মুহুর্তে গতকালের সকালটা ছিলো পুরোটাই অন্যরকম। একটু অন্যরকম ভাবে সূর্য উদিত হয়। প্রথমেই বৃষ্টির রিমঝিম শব্দে ঘুম ভাঙ্গে, হিম-শীতল পরশ ছড়িয়ে পরে সারা গায়ে। তখন হয়তো কেউ কেউ ঘুমের ঘোরে দু-হাতে হাতড়ে ফিরেছে চাদর বা কাথাঁ-টিকে। কিন্তু সুখ তো আর সবার কপালে সয় না… এমন মায়াঁ মাখা ঘুম রেখে ছুটে যেতে হয়েছে ক্যাম্পাসে, ক্লাসে এতটুকুও মন বসে নি! জানালা দিয়ে শুধু বৃষ্টির সুন্দর্য্য অবলোকন করেছি দুপর পর্যন্ত। গতকাল ছিলো না রোদ্রের তীব্রতা, ছিলো না ভ্যাপসা গরমের অসহ্য যন্ত্রণা; বরং সারাটা দিন ছিলো উপভোগ্য। কিন্তু কেন…? কারণ, গতকাল ছিলো ২৫শে সেপ্টেম্বর। আর ২৫শে সেপ্টেম্বর একটু অন্যরকম হবে; এটাই তো স্বাভাবিক, তাই না?



এই পোস্টটি প্রথম প্রকাশিত হয় Virtual aia

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.