নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেটেছে একেলা বিরহের বেল, আকাশকুসুম-চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে, তোমার দুখানি নয়নে।

অন্তহীন পথিক

আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।

অন্তহীন পথিক › বিস্তারিত পোস্টঃ

বিদায় বিলাপ

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৬

সত্যি কথা বলতে কি, SSC এর আগ পর্যন্ত, শুধু পড়া শুনাই করেছি। কেন করছি, বুঝিনি। বুঝতাম, আমার এই শরীরটার ভিতরে একটা জীবন আছে। কিন্তু সেই জীবনকেও যে উপভোগ করা যায়, জানতাম ই না !



বন্ধু প্রেমিকার পাঁচটি নীলপদ্মের রহস্য উদ্ঘাতনের জন্য, বন্ধুর অনুরধে পড়া শুরু করলাম- “হিমুর হাতে পাঁচটি নীলপদ্ম”। গল্পের বই পড়া আমার জন্য চরম বিরক্তির একটা ব্যাপার ছিল। যখন দেখতাম, খালা কিংবা বড় আপা গল্পের বই পড়ছে, গোসল নাই ,খাওয়া নাই, মনে হয় বইয়ের মাঝে ঢুকে গেছে। আমার গা লিকলিকিয়ে উঠত। অথচ আজ, আমি এই মোটা একটা বই পড়ছি, এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি বইটা পড়া ছেড়ে উঠতে পারছি না।



কি অবাক করা কাণ্ড। এনার মত একজন বৃদ্ধ মানুষ আমার ১৬ বছরের তারুণ্য টাকে, আমার মনের প্রকাশ না পাওয়া উন্মাদনাটাকে কতো সহজ ভাবে প্রকাশ করেছেন। কি অবলিলায় বইয়ের প্রুতিটা পাতায় আমি আমাকে খুঁজে পাচ্ছিলাম। দুই এক পাতা করে পড়ছি আর পিছনে দেয়া লেখকের ছবি দেখছি। বার বার মনে হচ্ছিল, ইনি কি মানুষ?? একজন মানুষের এতো ক্ষমতা??



এনার কাছেই শিখেছি চাঁদের আলোকে জোছনা বলে। সেই জোছনা র আলোয় নিজেকে বিলিয়ে দিতে হয়। বিলিয়ে দিতে হয় নিজের দুঃখ কষ্ট। আজ আমি যতটা পেয়েছি, যত বড় হবার স্বপ্ন দেখছি, সব সম্ভব হয়েছে আপনি ছিলেন বলে।



একদিন হয়ত আমার ছেলেমেয়ে হবে। আমি নিশ্চিত, সে ও আমার মত করে আপনাকে পাশে পাবে। সে ও জোছনা রাতে আকাশের দিকে তাকিয়ে হা করে জোছনা খাবে। আপনার দেখানো স্বপ্নে সে হয়ত নিজের স্বপ্নটাকে মিলিয়ে আগামীর পথ চলবে। আর হয়ত এভাবেই, আপনি বেঁচে থাকবেন এই লোকালয়ের কিছু স্বপ্ন বাজ মানুষের সাথে।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪

অসহায় নাগরিক বলেছেন: ভালো লাগলো

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩২

অন্তহীন পথিক বলেছেন: ধন্যবাদ :)

২| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮

হাবিব০৪২০০২ বলেছেন: কি অবাক করা কাণ্ড। এনার মত একজন বৃদ্ধ মানুষ আমার ১৬ বছরের তারুণ্য টাকে, আমার মনের প্রকাশ না পাওয়া উন্মাদনাটাকে কতো সহজ ভাবে প্রকাশ করেছেন। কি অবলিলায় বইয়ের প্রুতিটা পাতায় আমি আমাকে খুঁজে পাচ্ছিলাম

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৩

অন্তহীন পথিক বলেছেন: ১০০ ভাগ সত্যি কথা। :)

৩| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৪

এস. এম. মাসুদ রহমান বলেছেন: Shundor lekha, chaliye ja guru.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.