![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।
পিতা-মাতা আমাদের শাসন করেন, তাদের সেই অধিকার আছে।।
এই অধিকার টা একদম ই মৌলিক। কোন সংবিধান তাদেরকে সেই অধিকার দেয় নাই।।
শিক্ষক বা গুরু, এনারাও আমাদের পিতা-মাতার মত। তাই তারাও আমাদের শাসন করার অধিকার রাখেন।
প্রাচীণ গ্রীক দার্শনিক এরিস্টটল বলেছেন: “Those who educate children well are more to be honored than they who produce them; for these only gave them life, those the art of living well.” (যাঁরা মানব সন্তানকে সুশিক্ষা প্রদান করেন তাঁদেরকে সন্তানের জন্মদাতাদের চাইতে বেশি সন্মান করতে হবে। কেননা, জন্মদাতরা সন্তানকে কেবল জীবন দান করেন, শিক্ষকরা দান করেন উন্নত জীবন যাপনের কৌশল।)
কিছু ছাত্র-ছাত্রী আছেন, যারা শিক্ষক কে পিতা-মাতার মতই মানেন। ক্লাস এ পড়া না পারলে শিক্ষক যখন বকা-ঝকা করেন, তখন তাঁরা মাথা নিচু করে থাকেন। রাস্তায় দেখা হলে সালাম দিয়ে মাথা নিচু করে থাকেন। লক্ষ্য রাখেন যেন কোন বেয়াদবি না হয়ে যায়।
এবং, আমার যতদূর মনে হয়, এই রকম বাধ্য ছাত্র-ছাত্রীর সংখাই বেশি।
কিন্তু আফসোস, শিক্ষকরা কিন্তু অনেক সময় আমাদের সন্তানের মত দেখেন না।
এখন তাঁরা এমন একটা ভাব নিয়ে থাকেন, যেন পরিক্ষায় খারাপ করা বিশাল কোন অপরাধ, আমরা সেই অপরাধে অপরাধী। আমাদের সুখ দুঃখ গুলো আমরা তাদের সাথে শেয়ার করতে পারিনা।ব লতে পারিনা, স্যার আমি চেষ্টা করেও পারছি না। অনেক শিক্ষক আবার মুখ দেখে গ্রেড দেন।
আমার মত মিডিয়াম টাইপের ছাত্রদের সবার অবস্থাই এক। আমরা কি একদম ই চেষ্টা করিনা?? তাহলে??
আমরা যেমন আপনাদের পিতা-মাতার মত দেখি, আপনারা কেন আমাদের সন্তানের মত দেখবেন না???
ফুটবল খেলতে গিয়ে পা ভাংলে কি আব্বা-আম্মার আমার চিকিংসা না করে আমাকে শাসন করবেন??
২| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০০
অন্তহীন পথিক বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: ===