![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।
তোমার গায়ে ধীরে ধীরে জড়িয়েছি
নিষ্ঠুর নিয়মের কালো বসন।
কখনও যদিও বা তোমার ইচ্ছে হয়েছিলো
ডানা মেলে একটু খানি উড়াল দেবার,
আমি কেটেছি তোমার ইচ্ছের পাখা,
মানিয়েছি পোষ; করে হাজারো শাসন।।
নজরের সুক্ষতা ঢুকিয়েছি তোমার শরীরের ভাঁজে ভাঁজে
করেছি মন্তব্য, অবলকন।। আর সাথে জাগিয়েছি তৃষ্ণা।।
মনের বাসনাকে দিয়ে ঠাই,
অল্প দামে তোমায় কিনবো বলে
বানিয়েছি তোমায় পণ্য।
মনের দামে ছলনা দিয়ে কিনেছিও বটে।
অতিপ্ত আত্মাকে তৃপ্ত করছি,
মিটিয়েছি মনের ঘৃণ্য আশা।
পরাধীনতার শিকল পরিয়ে তোমার পায়ে,
আমি নাম দিয়েছি তাঁর "ভালোবাসা"।।
২২ শে মার্চ, ২০১৪ রাত ১:১৩
অন্তহীন পথিক বলেছেন: ধন্যবাদ
২| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৬
আমি অপদার্থ বলেছেন: অতিপ্ত আত্মাকে তৃপ্ত করছি,
মিটিয়েছি মনের ঘৃণ্য আশা।
পরাধীনতার শিকল পরিয়ে তোমার পায়ে,
আমি নাম দিয়েছি তাঁর "ভালোবাসা"।।
++
২২ শে মার্চ, ২০১৪ রাত ১:১৩
অন্তহীন পথিক বলেছেন:
৩| ২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৬
বটবৃক্ষ~ বলেছেন:
থীম টা ভালো লেগেছে।
বানান ভুল গুলো ঠিক করে নিয়েন!!
২২ শে মার্চ, ২০১৪ রাত ১:১২
অন্তহীন পথিক বলেছেন: কতো দিকে আর খেয়াল রাখি বলেন?? :প তারপরও চেষ্টা করবো।
৪| ২২ শে মার্চ, ২০১৪ রাত ২:০২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাহ্ সুন্দর হইছে।
২২ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৯
অন্তহীন পথিক বলেছেন: ধন্যবাদ
৫| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫০
আমিনুর রহমান বলেছেন:
বাহ ! বেশ ভালোবাসা তো !!
২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৭
অন্তহীন পথিক বলেছেন: এইটা গুড হউস
৬| ২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৮
একজন আরমান বলেছেন:
দারুন তো। ছন্দ থিম দুটোই !
২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৮
অন্তহীন পথিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৩
উদাস কিশোর বলেছেন: ভাল লাগলো