![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।
- কেমন আছো?
- (হেঁসে) এইতো ভালো!
- মিথ্যে বল কেন?
- সত্য জেনেও উত্তর চাও কেন?
- প্রশ্নের উত্তর প্রশ্ন দিয়ে দিচ্ছ যে?
- তোমার কাছ থেকে শিখেছি।
- আমাকে ভুলে শিক্ষাটা রেখে দিয়েছ?
- ভুলি নি তো!
- তাহলে? অভিনয় করো?
- না।
- তাহলে?
- বাদ দাও!
- আর কতো বাদ দিবো?
- আমাকেই বাদ দিয়েছ, আর একটা কথা বাদ দিতে পারো নাহ?
- তোমাকে বাদ দেই নাই তো।
মাসুদ চেয়ে আছে টুম্পার চোখের দিকে, আর টুম্পা মাসুদের চোখের দিকে.........।। অপলক দৃষ্টি পরস্পরের হৃদয় ভেদ করে চলে গেলো। দুমড়ে উঠলো হৃদয়। কিন্তু মুখ ফুটে আর একটা কথাও বের হল নাহ।
জীবন সূর্য তো ঠিক- ই অস্ত গেলো, সময়? সে ও চলে গেলো। আমরা কেন পাশাপাশি চলতে পারলাম না হাত ধরে? - প্রস্নটা আর করা হল নাহ!
হবে হয়তো কোন একদিন। ঈশ্বরের দেনাপাওনার খেলায় আবার কোন এক লোকাল বাসে যদি উঠে পড়ে দুজন!
ততো দিনে ভালো থাকুক তাদের নিজের করে না পাওয়া মানুষটা!
©somewhere in net ltd.