![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।
তোমাকে দেখেই কি লোকটা হলুদ পাঞ্জাবি পরে রাস্তায় খালি পায়ে নেমে পড়েছিল? তোমাকে দেখেই কি সে উদাশ হত ক্ষণে ক্ষণে! আর তোমার দু:খ বোঝার জন্নই কি সে পায়ের স্যান্ডেল খুলে খালি পায়ে হাটা শুরু করেছিল? বুঝতে চেয়েছিল রাস্তার হাজারও মানুষের দুঃখ?
তোমাকেই কি দেখার জন্য আধপাগল লোকটা ঘন্টার পর ঘন্টা তোমার বাসার সামনে দাড়িয়ে একটার পর একটা সিগেরেট শেষ করতো? তোমাকে হলুদ শাড়িতে শুধু একটিবার দেখবে বলেই কি লোকটা ফাল্গুনের প্রথম দিনে তোমার যাওয়ার পথ আগলাতো?
কে তূমি?
তুমি- কি রুপা?
যে আমার মত শত শত সাধারন মানুষ গুলোকে হিমু বানিয়ে চলেছে প্রতিদিন! প্রতিনিয়তো!
কে তুমি?
তুমি কি হিমুর রুপা?
স্নিগ্ধ সুন্দর অপরুপ মায়াবতি রুপা?
যে রাতের পর রাত বারান্দায় আকাশি রঙের শাড়ি পরে রাস্তার সোডিয়াম লাইটার দিকে এক দৃষ্টিতে হিমুর অপেক্ষায় তাকিয়ে থাকে.........আর......হিমুর মায়ায় চোখে নীল অশ্রু গড়ায়?
কে তুমি? কে...............?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৯
অন্তহীন পথিক বলেছেন: ফালতু কমেন্ট। ইমোশনটাই নষ্ট করে দিলেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪০
আমি ধূসর বলেছেন: তারা সম্ভবতো আজকের দিনের সানি লিওন , নায়লানাইম এর ফ্যান