![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।
আজকাল হুটহাট করে আম্মাকে মনে পড়ে!
রাস্তাঘাটে আম্মার বয়সি কোন মহিলাকে দেখেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ভাবার চেস্টা করি আম্মা ঠিক এই সময় কি করছে।
একটা সময় ছিলো, আম্মার বাইরে কিছুই ছিলো না আমার। খেতে বসলে, আম্মা ভাত দেন। বাইরে গেলে, আম্মা বাইরে গেলাম। বাসায় ফিরলে, আম্মা কই আপনি? আসলাম।
ঢাকা সব কেড়ে নিয়েছে। ব্যাক্তি স্বাধীনতা দিয়েছে ঠিকই, কিন্তু আদর কেড়ে নিয়েছে, আর আদরের মানুষ গুলোকে ঠেলে দিয়েছে অনেক অনেক দূরে।
আজ অফিস থেকে ফিরছিলাম, বাসটা পুরা ফাকা। একদম সামনের সিটে আমি। জানালা খুলে দিয়েছি। মিরপুর লিংক সংসদ ভবনের সামন দিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমি তন্দ্রা অবস্থায় আছি। ঘুমিয়ে নাকি জেগে বুঝতে পারছি নাহ, এমন। হুট করে মনে হলো আম্মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর আমি পরম আদরে মাথা এলিয়ে দিয়ে আছি। তন্দ্রাভাব কাটলো ধানমন্ডি ৩২ এ।
আম্মা বলে আব্বা, প্রতিদিন একবার করে ফোন দিবি। কি এমন ব্যস্ত আমি, এক সপ্তাহে এই একদিন আমার হয়ে উঠলো নাহ! নিকুচি করি নিজেকে!
আর ভালো লাগে নাহ ঢাকা। ফালতু শহর। ইট কাঠের সাথে চলতে চলতে আমিও কেমন জানি পাথর হয়ে যাচ্ছি দিনে দিনে। সবাই কেমন জানি মিথ্যেবাদী। আর মিথ্যেবাদীদের সাথে মিসতে মিসতে হয়ে যাচ্ছি মুখোশ ধারী। মুখে এক ভিতরে এক!
এর চেয়ে গ্রামে গিয়ে বাটুল ভাইয়ের সাথে আমের কেনাবেচা করলেই ভালো হইতো। ওরাও মিথ্যে বলে। তবে চোখে চোখ রেখে মিথ্যে বলাটা এখনো শিখতে পারে নাই। মিথ্যে বলার সময় কেমন জানি চোখের মনি ডানবাম করতে থাকে। পায়ের বুড়ো আঙুল মাটিতে ঘষতে থাকে। আর গলা কেপে কেপে ওঠে! সবচেয়ে বড় কথা, আম্মার সাথে তো থাকতে পারতাম!
ঢাকা নাকি যাদুর শহর! আসলেই তাই। জাদুকরের মত সব মানুষ কেমন জানি একটা মিথ্যের জগতকে সত্য বলে মেনে নিয়েছে। মানুষের চোখে শুধু ধুলি দিয়ে ধান্দাবাজির চেস্টা সবার!
ভাজ্ঞিস কিছু ভালো মানুষ আছে এই এতো এতো মিথ্যুকের ভিড়ে! নাইলে সত্যি সত্যি দম আটকে মরে যেতাম।
ভালো মানুষ গুলো ভালো থাকুক। আর যাদুকর গুলো ধংস হয়ে যাক। নিপাত যাক।
০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:১২
অন্তহীন পথিক বলেছেন: একটা এক্সট্রা পার্ট থাকে সবার মাঝে
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮
হাতুড়ে লেখক বলেছেন: ঢাকা যেহেতু দেশের কেন্দ্রস্থল, সবকিছুই এখানে বিদ্যমান।
০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:১৩
অন্তহীন পথিক বলেছেন: হা হা হা, ঠিক বলেছেন ভাই
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৫
ফারিয়া আলম বলেছেন: ঠিক বলেছে.."ভালো মানুষ গুলো ভালো থাকুক। আর যাদুকর গুলো ধংস হয়ে যাক"। ঐ যাদুকরগুলোর জন্য আমারও ভাল লাগেনা ঢাকা। ফিরে যেতে ইচ্ছা করে মায়ের কোলে।অণেক মনে পড়ছে মাকে।
০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:১৪
অন্তহীন পথিক বলেছেন: :'( কি আর বলবো। মন তো মায়ের কাছেই পড়ে আছে
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৯
ওমেরা বলেছেন: ভাল মানুষ গুলো ভাল থাকুক আর খারাপ মানুষ গুলোকে আল্লাহ ভাল হওয়ার তৌফিক দান করুন ।
ধন্যবাদ আপনাকে ।
০১ লা মার্চ, ২০১৭ সকাল ১১:১৩
অন্তহীন পথিক বলেছেন: পনাকেও ধন্যবাদ
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৯
সুমন কর বলেছেন: আর ভালো লাগে নাহ ঢাকা। ফালতু শহর। ইট কাঠের সাথে চলতে চলতে আমিও কেমন জানি পাথর হয়ে যাচ্ছি দিনে দিনে। সবাই কেমন জানি মিথ্যেবাদী। আর মিথ্যেবাদীদের সাথে মিসতে মিসতে হয়ে যাচ্ছি মুখোশ ধারী। মুখে এক ভিতরে এক! -- ভালো বলেছেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৪
মোস্তফা সোহেল বলেছেন: ঢাকা জাদুর শহর সত্য। তবে এই জাদুর শহরের সব জাদু গুলিই হয়তো মিথ্যা জাদু।
আমার কাছে ঢাকা একদম অপছন্দের । সবাই এখানে কেমন যেন একটি মুখোশ পরে থাকে।