![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।
আমার আব্বা বহু বছর আগে অনেক বড় একটা ভুল করেছিলো। আব্বা যে স্কুলে চাকরি করতো সেখানে আব্বার বেতন নিয়ে সমস্যা হচ্ছিল। তারপরে আব্বা ভালো একটা স্কুলে যাওয়ার সুযোগ পায়। কিন্তু আব্বা গেলে এই স্কুল টা নষ্ট হয়ে যেত। অনেক শিক্ষক বেকার হয়ে যেত, আর অনেক অভাবি শিক্ষার্থীর জন্মের তরে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যেত। কারণ আব্বা অনেক ভালো শিক্ষক ছিলেন। ফলাফলে আব্বাকে সবাই অনুরধ করলো এবং আব্বা সত্যি সত্যি নতুন স্কুলটাতে গেলেন না। সেই স্কুলে আব্বার বেতন আরও তিন বছর আটকে থাকলো।
এর ফলে দুইটা ঘটনা ঘটলো-
১) আব্বার সেই পুরানা স্কুল অনেক ভালো করলো। আগে যেখানে ভাঙ্গা বিল্ডিং ছিল এখন সেখানে সব কিছু চকচকা।
২) ওই তিন বছর আমরা জাহান্নাম ভোগ করেছিলাম।
আব্বা জাতি গড়ার কাজে নিজের সংসার বিসর্জন করে দিয়েছেন। আব্বা তখন কি ভেবেছিলান আমি জানি নাহ! এখন আর জানার মতো ইচ্ছেও নাই! কারণ এই প্রস্নের জবাব চাইলে আব্বা আমাদের চোখে চোখ রাখতে পারেন নাহ!
মাঝে মাঝে আব্বার যায়গায় নিজেকে বসিয়ে চিন্তা করি। ভাবি কি হত আব্বা যদি নতুন স্কুলে চলে যেত? তাঁর পুরনো স্কুলের সবাই তাকে বলতো আপনার মেরুদণ্ড নাই ভাই? আপনি চাইলেই চ্যালেঞ্জ টা নিতে পারতেন। পারতেন আমাদের সবার দিকে তাকাতে। আপনি খালি আপনার দিকেই দেখলেন? আমাদের কথা ভাবলেন না? আব্বা লজ্জিত হত ওদের কাছে! ওদের চোখে চোখ রাখতে পারত নাহ!
কিন্তু পুরনো স্কুলটাতে থেকে লাভ কি হয়েছে? আব্বা হয়তো ওদের কাছে নায়ক, কিন্তু আমাদের চোখে তো চোখ রাখতে পারেন নাহ!
একই কাজ কারও চোখে ভালো আবার কারও চোখে খারাপ হলে আমরা কিভাবে সিদ্ধান্ত নিবো যে কার দিকে তাকিয়ে আমাদের কাজটি করা উচিৎ? কার ভালো দেখা উচিৎ আমাদের?
হয়তো এজন্যই বলেছি "আমার আব্বা বহু বছর আগে অনেক বড় একটা ভুল করেছিলো।" কারণ আমার দিক থেকে তাঁর মহৎ কাজটি ভুল ই ছিলো!
আল্লাহ্ আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন। আমিন।
২| ২১ শে জুলাই, ২০১৭ রাত ২:১৭
সচেতনহ্যাপী বলেছেন: ভাল-মন্দ, দুটোরই দুটো রূপ!! পার্থক্য দৃষ্টিভঙ্গিতে।।
৩| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৬
সুমন কর বলেছেন: খারাপ বলেন নি। +।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৭ রাত ১:৪৪
ওমেরা বলেছেন: খুব সুন্দর বলেছেন কারো কাছে ভুল আবার কারো কাছে সেটাই মহৎ কাজ !