![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।
তাদের প্রেম শুরু সেই ১৭ বছর বয়স থেকে!
একসাথে কেটেছে অনেকটা বেলা! এখন তারা ২৭ এ! মেয়েটা আর আগের মত নেই। বাবা-মায়ের চাপ, পাড়া প্রতিবেশির চাপ, নিজের চাকরির চাপ, ছেলে বন্ধুটার কেন ভালো একটা চাকরি হচ্ছে না সেই চাপ, আরও কত কত চাপে লাফিয়ে খেলেবেলানো মেয়েটা কেমন যেন মোটা হয়ে গেছে! বুড়িয়েও গেছে মনে হয়!
চোখে মুখে বয়সের ছাপ স্পষ্ট! সামনের ছোট ছোট চুলগুলোতে পাক ধরেছে। মাঝে মাঝে মেহেদী দেয়। কিন্তু বেশিরভাগ সময় ই মনে থাকে নাহ!
মাঝে মাঝে মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে একাএকাই হাসে, -আরে এইটা আমি? এমন আমি কবে থেকে হলাম?
তার প্রতিটা ভোর হয় একটা ভালো সংবাদের অপেক্ষায়। একদিন না একদিন তো ভালো সংবাদ আশা করা যেতেই পারে, তাই না? এমনি একদিন হাজার খারাপ সংবাদের ভিড়ে মেয়েটা জানতে পারে তার ছেলে বন্ধুটার একটা ভালো চাকরি হয়ে গেছে।
তার আবেগ তার অনুভুতি তার স্বপ্ন গুলো বাস্তব হওয়ার স্বপ্ন আমরা সবাই অনুধাবন করতে পারি।
চলে যায় কিছু দিন এমনি ভালো ভাবে। দুইজনে যে রাস্তায় হেটেছে হাজার বছর, প্রতিটা দিন লেগেছে একি রকম! আজ হঠাত মেয়েটা অনুভব করে যে হাতটা ধরে সে হাটছে সেই হাতটা কেমন যেন অহংকারে শক্ত হয়ে আছে! তার চিরচেনা দৃষ্টিতে আজ নতুনের খোজ!
সন্ধ্যাদীপ জ্বালানোর সময় মেয়েটা হোস্টেলে দিকে রওনা হয়! কেমন যেন পা গুলো ভারি ভারি লাগে তার। হাসির ছলে সে যে বলল, তুমি না দেখতে বুড়িদের মত হয়ে গেছো! তাই হয়তো হবে! তা না হলে চোখ গুলো ঘোলা হয়ে যাচ্ছে কেন বারবার? হাটতেই বা এতো কষ্ট হচ্ছে কেন? পা গুলোই বা জড়িয়ে যাচ্ছে কেন আমার?
২| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৫
সুমন কর বলেছেন: আরো ভালো আশা করেছিলাম।
১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৭
অন্তহীন পথিক বলেছেন: যেমন?
৩| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৩:২২
অন্তহীন পথিক বলেছেন: -_-
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লিখছেন।