![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগ্রহ মোর অধীর অতি—কোথা সে রমণী বীর্যবতী । কোষবিমুক্ত কৃপাণলতা — দারুণ সে , সুন্দর সে উদ্যত বজ্রের রুদ্ররসে , নহে সে ভোগীর লোচনলোভা , ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা ।
জীবিত এই দেহটার আসলে কোন দাম নাই,
অথচ প্রাণহীন সেই দেহটাই হয়ে ওঠে প্রতীকী!
কখনো বা দেয়ালে টাঙানো হাসিমাখা মুখের ছবিতে অনেকক্ষণ তাকিয়ে থেকে আঁচলে চোখ মুছে নেয়ার জন্য! কখনো বা ব্যবহৃত পোশাক আসাক, বই পত্র, প্রিয় হাতঘড়িটায়, চোখের চশমায় হাত বুলিয়ে নীরবে চোখের পানি ঝরিয়ে আফসোস করার জন্য! কখনো বা কোনদিন পরিবারের কেউ প্রাণ খুলে না হাসার জন্য, আনন্দ না করার জন্য, ঐ লোকটার প্রিয় খাবার রান্না হলে সেই খাবার কেউ না খেয়ে ঐ অবস্থায় রেখে দেয়ার জন্য হলেও প্রতীকীটার বড্ড বেশি দরকার!
অথচ বেঁচে থাকতে?
কথার খোঁচা, অর্থের খোঁচা, স্বাধীন ইচ্ছায় বেঁচে থাকার খোঁচা, পছন্দের পেশায় চাকরি করার খোঁচা, নিজের মত করে সুখি হয়ে চাওয়ায় খোঁচা, শেল্ফ রিস্পেক্ট থাকার খোঁচা, পা দুলিয়ে পত্রিকা পড়ায় খোঁচা......... উফ, আরো কত শত খোঁচা আর অপমানের ভিতর দিয়ে যেতে হয়েছিলো জীবিত দেহটাকে! তার খবর রাখে কয়জনে? আসলে ও জেন্দা লাশ ছিলো নাকি! সে খবর ই বা রাখে কয়জন? আসলেই কি কেউ আদোও রাখে?
তার চেয়ে বরং এই ভালো! প্রাণহীন প্রতীকীতে তো সবাই ভালোবাসা দিচ্ছে!
অথচ সবাই একটু, এই এতোটুকু ছাড় দিলে! একটু, সামান্য একটু বোঝার চেষ্টা করলে! কত সুন্দর ই না হতে পারতো বেঁচে থাকা দিন কয়টা! সে কথা ভেবেদেখে কতজন! আদোও কি কেউ মন থেকে ভেবে দেখে?
বাদ দিয়েছি সব ভাবনা, আর কোন আশাও নেই কারো প্রতি!
তোমরা না হয় ঘৃণা নিয়ে বেঁচে থেকো চিরকাল,
আমি না হয় মৃত্যুর মিছিলেই ভালোবাসা কুড়িয়ে যাবো...।।
২| ০৭ ই মে, ২০২০ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: আসল কথা হলো মানব জীবনে শান্তি নেই।
১৫ ই মে, ২০২০ দুপুর ২:৫৭
অন্তহীন পথিক বলেছেন: একদম
৩| ০৭ ই মে, ২০২০ দুপুর ২:০৬
নেওয়াজ আলি বলেছেন: মনোরম লেখনী
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০২০ সকাল ১১:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: তোমরা না হয় ঘৃণা নিয়ে বেঁচে থেকো চিরকাল,
আমি না হয় মৃত্যুর মিছিলেই ভালোবাসা কুড়িয়ে যাবো...।
ভাল লাগলো ভাবনা