নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারণ ছেলে

ইমরান আল আতিক

আমি একজন সাধারণ ছেলে ।

ইমরান আল আতিক › বিস্তারিত পোস্টঃ

রোজার দিনের সাধু

১৫ ই মে, ২০২০ দুপুর ১:০৮

এইতো সেদিন রাস্তায় করিমের সাথে দেখা
রমজান মাস রাস্তা ফাকা জন্য খোলা পরিবেশেই বিড়ি টানছিলো সুখ মনে । চারিদিক সাদা ধোয়ায় ছরিয়ে পরেছে করিমের প্রতিটা টানে কি সুখ শুধু করিম ই জানে।
করিম কে দেখে আমার পাওনা টাকা আদায়ের জন্য এগিয়ে গেলাম ।

-- কি খবর করিম? ভালোই আছো মনে হচ্ছে, যেই টান দিচ্ছো বিড়িতে তাতে তো মহা সুখেই আছো বলে মনে হচ্ছে । তা রোজার দিন এসব না খেলেই নয় কি?

-- আর রোজা, আমাদের মত গরিবের জন্য রোজা আর অন্য দিন সমান ই ভাই।

-- তাই হলো নাকি করিম মিয়া, রোজার মাস গুনাহ মাপের মাস । তাছারা তোমাদের মত গরিবের জন্য তো আরো ভালো মাত্র দু বেলা খেয়েই জীবন ধারণ করবা তাতে ঘরের সামান্য ব্যায় কমে যাবে ।

-- কোথায় ব্যায় কমে ভাই? চাউলের যেই দাম তাছারা তরিতরকারির যে দাম অন্য সময়ের চেয়ে তাতে গরে পর্তায়ে সমান ।
আপনারা বড়লোক মানুষ আপনাদের ওসব কিছু বাধে না ।

-- তা ঠিকই কইছো । তার পরেও রোজার মাসে এসব বিড়ি খাওয়া বাদ দিয়া ধর্মের পথে আসো, রোজা তো থাকোই না আবার নামাজ কালাম তো কিছু শিখেছো বলে মনে হয় না৷ তা এভাবে গেলে বেহেস্ত পাইবা কিভাবে ?

-- বেহেস্ত ওতা তো আপনাদের জন্য মনে হচ্ছে আপনারা সব দিকেই এগিয়ে।

-- তা করিম আমার পাওনা সুদের টাকাটা দিলানা এখনো....

-- ভাই শুনেছি রমজানে বড়লোকেরা গরিবদের দান সদগা করে । আপনাকে তো কোন দিন দেখলাম না দান করতে ।
দানের নামে সুদ দ্বিগুন চেয়ে বসেন ।

-- কি বলতে চাস তুই?

-- আমি আর কি বলবো ভাই, নামাজ কালাম তো আপনাকে পরতে দেখি আবার রোজার দিনে হুজুর হয়ে যান। তয় এই যে সুদ খান, জোরজুলুম করেন, মানুষ্কে দান সদগা করেন না, এই রমজানে আসছেন সুদের পাওনা টাকা আদায় করতে

তাতে কি আপনি চ্যালচালায়া বেহেস্তে চলে যাবেন?

....................................…............to be continue



ইমরান আল আতিক
১৫-০৫-২০২০

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২০ দুপুর ১:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই ভন্ডরাই দাড়ি আর টুপির লেবাসের বারোটা বাজাচ্ছে!

বক ধার্মিকতা দিয়ে আসল ধর্মকে কলংকিত করছে।
ধিক! শত ধিক!!

২| ১৫ ই মে, ২০২০ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: ভন্ড ধার্মিকদের কাছথেকে ধর্ম কেড়ে নিতে হবে।

৩| ১৫ ই মে, ২০২০ দুপুর ১:৪৬

নেওয়াজ আলি বলেছেন: এরা হলো মানুষ দেখলে সাধু । ভিতরে ভিতরে হিন্দু হোটেলে যায় খেতে

৪| ১৫ ই মে, ২০২০ বিকাল ৪:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভণ্ডরাই ধর্মের ব্যাপারে অতি উতসাহি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.