![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখতে ভালোবাসি ভীষণ। আর ভালোবাসি আমার মা'কে। মায়ের মতো আমার দেশকে...
somewhere in blog এর ব্লগাররা এখন অনেক ব্যস্ত হয়ে পড়ছে। তাই কোন হেল্প চাইলে তা আর আগের মত পাওয়া যায় না। তবুও পোষ্ট করলাম যদি কেউ হেল্প করে।
আমার কম্পিউটার Intel Pentium D 3.00GHz, RAM 2.GB, কিছু দিন আগে NVIDIA GeForce GT630 গ্রাফিক্স কার্ডটি কিনেছি। নতুন গ্রাফিক্স কার্ডটি লাগানোর পর কার্ড এর মান অনুযায়ী কোন পারফরমেন্স পাচ্ছি না। তাই ভাবছি CPU টা পাল্টে একটি কোর আই i7 কিনব।
এখন আমি যেটা জানতে চাই:
কোর আই i7 এর বর্তমান মার্কেট প্রাইজ আছে ২৫,০০০/- টাকা। আমি যেটুকু বুঝি তা হল কোর আই i7 এর পরে যদি কোন প্রসেসর বের হয় তাহলে কোর আই i7 এর অনেকটা কমে যাবে।
৫-৬ মাসের মধ্যে কি কোন নতুন প্রসেসর আশার সম্ভবনা আছে কিনা? এই বিষয়ে কিছু যানা থাকলে প্লিজ জানান।
আর আমার জানার কোন ভূল থাকলে ক্ষমা করবেন।
ভালো থাকবেন, ধন্যবাদ
০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৯
এইচ. ইমরান বলেছেন: মাদারবোর্ড গিগাবাইট 31
অপারেটিং সিস্টেম XP আর 7 ও আছে দুটি অপারেটিং সিস্টেম ব্যবহার করছি।
7 এ সিস্টেম শ্লো হয়ে যায়। ক্রাইসিস 3 প্রথম ষ্টেজ ভালো ভাবে খেলেছি কিন্তু ২য় ষ্টেজ থেকে থেমে থেমে চলে।
আমি চাইতেছি i7 সেভেন কিনতে কারণ, যেন আরো 5-6 বছর হার্ডও্য়্যার নিয়ে কোন ঝামেলায় না পরতে হয়। তাই পুরো সিস্টেম পাল্টাতে চাই । বাজেট কম তাই একটু হিসাব করে কিনতে চাই, দেখা গেল এখন কিনলাম i7 25,000/- টাকা দিয়ে তারপর 2-3 মাস পর প্রসেসর এর দাম কমে গেল। তাই চাইতেছি 2-3 মাস দেরি হলেও যদি একটু কমে কিতনে পারি তাহলে মন্দ কি। আর আপনার যদি যানা থাকে 1 বছরের মধ্যে দাম কমার কোন সম্ভবনা নাই তাহলে 1 মাসের মধ্যে কিনে ফেলব, ইনশাআল্লাহ।
২| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০২
নক্শী কাঁথার মাঠ বলেছেন: এখন ইন্টেল প্রসেসরের নাম পরিবর্তন না করে "জেনারেশন" দিয়ে নতুন প্রসেসর আনছে। যেমন কোর আই সেভেন-এর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এবং সর্বশেষ ফোর্থ জেনারেশন প্রসেসর এখন বাজারে আছে। দাম মোটামুটি পরিবর্তন হচ্ছেনা। আগামী বছরের মাঝামাঝি ফিফথ্ জেনারেশন কোর প্রসেসর আসার সম্ভাবনা রয়েছে। দাম একই রকম থাকবে। আপনার মাদারবোর্ড এখনকার ফোর্থ জেনারেশন প্রসেসরই সাপোর্ট করবেনা, এটা LGA 1150 স্লট ইউজ করে। কাজেই থার্ড জেনারেশন প্রসেসর বাজারে থাকতে থাকতেই কিনে ফেলুন, অথবা আগামী বছরগুলোতে নেক্সট জেনারেশন প্রসেসর নতুন মাদারবোর্ড এবং ডিডিআর ফোর র্যাম সহ কেনার চিন্তা করুন।
০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩০
এইচ. ইমরান বলেছেন: সময় করে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
i7 ফোর্থ জেনারেশন প্রসেসর কি ডিডিআর 4 সাপোর্ট করবে। এখন কি ডিডিআর 4 র্যাম বাজারে পাওয়া যায়? নাকি ফিফথ্ জেনারেশন এর সাথে বের হবে।
দেখুন তো এই বাজেটের মধ্যে কিনলে কেমন হবে আর কত বছর হার্ডও্য়্যার না পাল্টে সমসাময়িক গেমগুলো খেলা যাবে।
প্রসেসর 25,000/-
মাদারবোর্ড 5000-6000/-
র্যাম 4 জিবি - 1600 মেগাহার্জ -3200/- (আপাতত, পরে র্যাম বাড়াবো)
কেসিং 3000/-
আর গ্রাফিক্স কার্ড NVIDIA GeForce GT630,
হার্ডডিক্স স্যামসং 500জিবি,
ডিভিডি রাইটার তো আছেই।
৩| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩২
ট্রোল বলেছেন: প্রথমেই LGA 1155 series সাপোর্ট করে এমন মাদারবোর্ড লাগবে।
আপনার টা LGA 775 । H61 মাদারবোর্ড নিবেন যেমন-Gigabyte GA-H61M-S2PV
কয়েকদিন আগে নতুন ভার্শন এসেছে এক বছরের মধ্যে দাম কমার কোন সম্ভবনা নেই।
নক্শী কাঁথার মাঠ 1150 core-i5
০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০১
এইচ. ইমরান বলেছেন: Gigabyte 81 চিপসেটের মাদারবোর্ড কেমন?
আপনার দেওয়া মাদারবোর্ডের মডেল বেশি উন্নত নাকি 81/90 চিপসেটের মাদারবোর্ড বেশি উন্নত।
দেখুন তো এই বাজেটের মধ্যে কিনলে কেমন হবে আর কত বছর হার্ডও্য়্যার না পাল্টে সমসাময়িক গেমগুলো খেলা যাবে।
প্রসেসর 25,000/-
মাদারবোর্ড 5000-6000/-
র্যাম 4 জিবি - 1600 মেগাহার্জ -3200/- (আপাতত, পরে র্যাম বাড়াবো)
কেসিং 3000/-
৪| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৬
ট্রোল বলেছেন: বাজেটের কথা চিন্তা করলে H55 নিতে পারেন ।H81 লেটেষ্ট দাম ও বেশী। আপনার বাজেট ঠিকই আছে।
৫| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:০২
আবু তাহের সাগর বলেছেন: প্রসেসরের জন্য এই সাইটটি দেখতে পারেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৮
ট্রোল বলেছেন: ডেস্কটপ ইউস করছেন মনেহয়
আমি সমাধান দেয়ার চেষ্টা করব কিন্তু মাদারবোর্ড/অপারেটিং সিস্টেম ডিটেইলস দিন
কোন গেম সফল ভাবে খেলেছেন