![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিংহ ,নেকড়ে ,শিয়াল তিন প্রাণী মিলে ঠিক করল তারা এক সাথে শিকার করবে আর তারা জগরা বিবাদ করবেনা । সারাদিন তারা শিকার করল একটা গরু, একটা হরিন , আর একটা খরগোস । সিংহ বললো শিকার সমান ভাগ কর নেকড়ে ,নেকড়ে বললো হুজুর আপনে বড় আপনে গরু খান, আমি হরিণ খাই, আর শিয়াল ছোট তাই ও খরগোস খাক , এই কথা শুনে সিংহ তো রেগে গেল বললো কে তুরে এই ভাগ করা শিখাইসে ? বলে এক থাবা দিয়া নেকড়ের গলা ছিরা ফেলল । এবার শিয়াল কে বললো তুই ইনসাফ মত ভাগ কর , এই কথা শুনে শিয়াল বললো হুজুর আপনে খরগোস দিয়া ব্রেকফাস্ট করবেন , হরিন দিয়া লাঞ্চ করবেন , আর গরু দিয়া ডিনার করবেন , এইডা শুইনা সিংহ বললো এইতো ইনসাফ মতো ভাগ করসত্ , তুই তো অনেক ভাল রে , তুই এই ভাগ করা কই থেকা শিকলি রে । শিয়াল কইল হুজুর নেকড়ের গলা ছিরা থিকা শিকছি । এই হইল আমাদের দেশের অবস্তা এইডা থিকা আমরা কি শিকলাম ?
©somewhere in net ltd.