নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, কবি, সাহিত্যিক, অাই.সি.টি গবেষক, প্রাবন্ধিক, ব্লগার ও সাংবাদিক।

মোঃ ইমরান হোসেন (ইমু)

অামরা সাজাব নতূনকর্মসংস্থান, অামরা রাখিব দেশের মান; এক নতুন অামি নব উম্মাদনায়, এক নব দেশ হোক অামাদের পদচারনায়

মোঃ ইমরান হোসেন (ইমু) › বিস্তারিত পোস্টঃ

শ্রমিক অসন্তোসের অারেক নাম তৈরি পোষাক খাত

৩০ শে জুন, ২০১৬ সকাল ১০:৪৫

ঈদ কেন্দ্রিক বেতন-বোনাস প্রদানকে কেন্দ্র করে প্রতি বছরই তৈরি নানা অসন্তোষ এই পোষাক শিল্পে। এ বছর যেন তেমনটি না হয় সেজন্য সরকারীভাবে রমজানের অাগেই তৈরি পোষাক মালিক, তৈরি পোষাক (বিজিএমইএ'র) সংঘঠনের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সামনে জুন মাসের বেতন ও বোনাস ২০ রমজানের মধ্যে পরিশোধ করার এক নির্দেশ জারি করেন শ্রম প্রতিমন্ত্রী। কিন্তু বাঙ্গালির চরিত্র বদলায় কে? ''কেউ কথা রাখেনি'' - এর মত অবস্থা। রাষ্টীয় বিশ্বস্ত একটি পরিসংখ্যানে উঠে এসেছে একটি ভয়ংকর চিত্র। যেকানে শ্রমিকরা অাশা করেছিল ২০শে রমজানের মধ্যে তাদের জুন মাসের বেতনসহ বোনাস পাবেন ১০০% পোষাক শ্রমিকরা সেখানে এ পর্যন্ত মাত্র ৪০-৪৫% পোষাক শ্রমিক বেতন বোনাস পেয়েছেন। সেখানেও অাবার রয়েছে অভিযোগের সারি। বোনাসের পরিমাণ কমিয়ে দেয়া, পুলিশ ও ভাড়াটে মাস্তানদের মাধ্যমে চাপ প্রয়োগ করে অর্ধেক বেতন নিতে বাধ্য করা।
ওদিকে বাকী ৫৫-৬০% পোষাক শ্রমিকদের ভাগ্যে বেতন বোনাস নিয়ে কি লেখা অাছে তা একমাত্র ভাগ্য বিধাতাই জানেন।

ঈদ হোক শ্রমিক-মালিক সবার, কোন অঘটন/ অস্থিরতা না ঘটুক ঈদ কেন্দ্রিক- এই প্রত্যাশায় সবাইকে ঈদের অগ্রিম মোবারক জানিয়ে এখানেই ইতি টানছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.