![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিয়াদ ড্রামা সেন্টিমেন্টাল বাঙ্গাল গিলেছে। গতকাল থেকে সেন্টিমেন্টাল বাঙ্গালের সেন্টিমেন্ট নিয়ে ফায়ার সার্ভিস নাট্যদল আর মিডিয়া অপেরা যাত্রা পার্টির যৌথ নাটক সুপার ডুপার বাম্পার হিট হয়েছে।
প্রথমে ৩০০ ফিট, তারপর ৪৫০ ফিট, তারপর ৬০০ ফিট এ যেনো এক অলৌকিক গর্ত। সেন্টিমেন্টের সাথে পাল্লা দিয়ে যার গভীরতা বৃদ্ধি পায়।
সেন্টিমেন্টাল বাঙ্গাল একবারো হিসাব করে নাই ৩০০ ফিট মানে ৩০ তলা বিল্ডিঙ্গের সমান উচ্চতা, ৪৫০ ফিট মানে ৪৫ তলা বিল্ডিঙ্গের সমান উচ্চতা, ৬০০ ফিট মানে ৬০ তলা বিল্ডিঙ্গের সমান উচ্চতা, যার কোনোটার উপর থেকে নিচে পরলে বাচার সম্ভাবনা প্রায় শুন্য। গুরতর আহত হওয়া অনিবার্য। কিন্তু সাড়ে তিন অথবা চার বছরের এক শিশু পরার পরে নিচ থেকে কথা বলছে, জুস খাচ্ছে, আবার দড়ি ধরে উঠার চেষ্টাও করছে এটা সম্পূর্ন নাটক।
সেন্টিমেন্টাল বাঙ্গাল আরো হিসাব করে নাই যে ঢাকা শহরের পানির স্তর কোত ফিট গভীরে? ৩০০/৪৫০/৬০০ ফিট গভীর একটা গর্ত পানিশুন্য থাকবে কি কারনে!!
সেন্টিমেন্টাল বাঙ্গাল উত্তেজিত হয়েছে ফায়ার সার্ভিসের প্রতি। তারা খেয়াল করে নাই রানা প্লাজার ঘটনায়, মেরাজ আর পিনাক নামের লঞ্চ ডুবির উদ্ধার কাজে এবং সর্বশেষ জিয়াদ নাটকে প্রমানিত হয়েছে উদ্ধারকারীরা সিদ্ধান্ত নিবার নামে কালক্ষেপনে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। তাদের সিদ্ধান্ত নিতে নিতে যায় বেলা। আর এই ফাকে ভীড় করে থাকা উতসুক জনতা মানে সেন্টিমেন্টাল বাঙ্গালদের একটা অংশই অদম্য তাগিদে নিজেদের জীবন বিপন্ন করে উদ্ধার কাজে ঝাপিয়ে পড়ে।
সেন্টিমেন্টাল বাঙ্গালদের আরো ব্লকবাস্টার নাটক দেখতে হবে।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০২
সায়মন এ শুভ বলেছেন: ভাই নাটক পছন্দ হইছে এখন?