নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তি নাই

ইমরান সামি ব্লগ

নাচন কুদন..অলস জীবন

ইমরান সামি ব্লগ › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী বরাবর X(

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৪

বরাবর
মাননীয় প্রধানমন্ত্রী,
আপনি জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, তবে আপনার এত ভয় কিসের???
৫ জানুয়ারির আতঙ্কে আপনাদের কপালে ঘাম জমতে শুরু করেছে! কারনটা কি? আপনার মসনদ দুলতে শুরু করেছে নাকি?
হে মানসকন্যা, বেগম জিয়া গাজীপুরে সমাবেশ করতে চাইলেন দেখে আপনি, আপনার দল ভয়ে এমন আটস্থ হচ্ছেন কেন? জঙ্গি সংগঠন থেকেও ভয়ঙ্কর বর্তমান ছাত্রলীগ তিন তিন বারের প্রধানমন্ত্রীর সমাবেশ নিয়ে যে বেয়াদবি সুলব আচরন করেছে, তাতে আপনার ভীত সন্ত্রস্ত চেহারাইতো ফুটে উঠেছে ।
স্বৈরাচারের সংজ্ঞাই যে আপনি বদলে দিচ্ছেন, সে কি আপনি নিজের অজান্তে করছেন না অতি-চাতুর্যতায়?
গয়েস্বর চন্দ্র রায়কে তিন দিনের রিমান্ডে নিলেন আপনার পালিত এমপি ছবি বিশ্বাসের উপর হামলার দায়ে! ভাবখানা এমন যেন গয়েস্বর সাহেব নিজেই ছবি বিশ্বাসের মাথা পাটিয়েছেন।
অথচ, একি সময়ে বেগম জিয়ার গাড়ীতে ছাত্রলীগ যে নগ্ন সন্ত্রাসী হামলা চালালো তার জন্য কেউ গ্রেফতার হলোনা, এর অর্থ কি হামলার নির্দেশ দাতা আপনি নিজেই?
আপনার ভীতিকর চেহারা আরো কি স্পষ্ঠ হলোনা এতে! বিএনপির পুর্ব নির্ধারিত সমাবেশকে ভন্ডুল করতে ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সীমাহীন বেয়াদবি এবং আপনার একান্ত অনুচর এএসপি হারুনের প্রশাসন দিয়ে ১৪৪ ধারা জারি করিয়েছেন?
তাতে প্রমান হয়না ঐ সন্ত্রাসী সংগঠনটিকে আপনিই লায় দিয়ে মাথায় তুলছেন! লালন পালন করছেন! এর অর্থ কি এই নয়! আপনার স্বৈরাচারী মসনদ অটুট রাখতে এই জঙ্গিদের সময়মত কাজে লাগাবেন আপনি?
অন্য প্রসঙ্গঃ এখানেও আপনার ভীতু চেহারা-
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জনগনের প্রধানমন্ত্রী! আপনার বাসভবনের সামনে দিয়ে ব্যাস্ততম রাস্তা মীরপুর রোড়ের একপাশ সন্ধে হলে বন্ধ করে দেন কেন? ঘন্টার পর ঘন্টা জ্যাম বাধিয়ে জনগনের ভোগান্তির সৃষ্টি করে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন! জনগনের প্রধানমন্ত্রীর যদি হোন, নিরাপত্তা নিয়ে এত ভয় থাকা কি হাস্যকর নয়?

২ দিন আগের আমার ফেসবুক পোস্ট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.