![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত সোয়া একটায় গোপনে দেশ ছেড়ে গেছেন প্রধানমন্ত্রী________প্রথম আলো
নিজস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপরিবারে গোপনে দেশ ছেড়েছেন। রাত সোয়া একটার সময় তিনি শাহজালাল বিমান বন্দর থেকে ভারতীয় একটি ফ্লাইটে দেশ ছেড়ে গেছেন বলে নিশ্চিত করেছে বিমান বন্দর কতৃপক্ষ। প্রধানমন্ত্রীর আকস্মিক দেশ ছাড়ার বিষয়টি সরকারের কোন মন্ত্রীরাও জানতেন না বলে জানা গেছে। বিরোধী দলের লাগাতার অবরোধ এবং তীব্র আন্দোলনের হুঙ্কারের মাঝে শেখ হাসিনার এভাবে দেশ ছেড়ে যাওয়ায় সচিবদের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে এবং কাউকে কাউকে দিকবিদিক ছুটাছুটি করতে দেখা গেছে। একাদিক মন্ত্রীরা এরমাঝে নিজ বাসস্থান ছেড়ে অজ্ঞাতস্থানে ছলে গেছেন বলে ধারনা করা হচ্ছে, বিভিন্ন মন্ত্রীদের সাথে যেগাযোগের চেষ্ঠা করতে গিয়ে দেখা যায়, কাউকেই ফোনে কিংবা মন্ত্রনালয়ের লোকজনের সঙ্গে এবংকি নিজ বাসভবনের লোকজনের সাথে যোগাযোগ করে কারো খোজ পাওয়া যায়নি। তবে তথ্য উপদেষ্ঠা ইকবাল সোবহান চৌধুরী এবং যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে কয়েকজন সাংবাদিক যোগাযোগ করে পেয়েছেন বলে জানিয়েছেন; হটাৎ করে প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে যাবেন- বিষয়টি তাদের কাছে গোপন রাখা হয়েছে বলে তারা জানিয়েছেন। সফর সঙ্গিদের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকেও বিমান বন্দরে প্রবেশ করতে দেখেছেন, এমনটি বললেন নাম প্রকাশ না করার শর্তে সেখানে অবস্থান রত একজন সিকিউরিটি কর্মকর্তা। তিনি এও জানালেন যে, প্রধানমন্ত্রীর সঙ্গে নারীপুরুষ মিলিয়ে সর্বমোট ১০ জনের বেশি ছিলেন না। ঐ কর্মকর্তা প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গিদের অনেকটা তাড়াহুড়া করতে এবং চেহারায় বিমর্ষভাব ফুটে উঠতে দেখেছেন।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানও প্রধানমন্ত্রির দেশ ছাড়ার বিষয়ে অবগত নন বলে তিনি স্বীকার করেছেন । সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেনাপ্রধান এবং পুলিশের আইজিকে বঙ্গভবনে জুরুরী তলব করেছেন। তিনি সেনাবাহিনী ও প্রশাসনকে করনিয় সম্পর্কে নির্দেশ দিয়েছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সকালে জাতির উদ্দেশ্যে জরুরী ভাষন দিতে পারেন এবং সাময়িক জুরুরী অবস্থা জারিরও সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামালের সঙ্গে কথা বললে তিনি জানালেন, বিএনপি এবং তাদের নেতৃত্বাধীন ২০ দলের কাছে প্রথম দিকে খবরটি গুজব বলে মনে হলেও পরবর্তীতে খবরের সত্যতা নিশ্চিত করে ২০ দলের জুরুরী বৈঠক ডাকা হয়েছে। বৈঠক শেষে তাদের বক্তব্য জানানো হবে বলে তিনি নিশ্চিত করেছেন। প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে, বিএনপি-জামায়াতের পলাতক সকল নেতারা নিজনিজ কার্যালয়ে রাতেই একত্রিত হচ্ছেন। কোথাও কোথাও সমর্থকদের মাঝে আনন্দোল্লাসের খবর পাওয়া গেছে। বেগম খালেদা জিয়া সকালে দেশ বাসির উদ্দেশ্যে সংবাদ সম্মেলনও করতে পারেন বলে ধারনা করা হচ্ছে এবং আগামীকাল থেকে আন্দোলনের সমাপ্তি ঘোষনা করে পল্টনে মহাসমাবেশেরও ডাক দিতে পারেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন আকস্মিক দেশ ছেড়ে যাওয়াকে প্রবিণ আইনজীবী বেরিষ্টার রফিকুল হক বলেছেন, "বিরোধী দলের তীব্র আন্দোলনের মুখে পরাজয় নিশ্চিত দেখতে পেয়ে শেখ হাসিনা সুযোগ বুঝে পালিয়েছেন।"
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষনিক প্রতিকৃয়ায় বলেছেন, "কঠোর আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী গদি ছেড়ে জীবন নিয়ে পালিয়েছেন।"
হোসেন মোহাম্মদ এরশাদ এবং রওশন এরশাদ যৌথ বিবৃতিতে বলেছেন, জাতিয় পার্টি আগামীকাল মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করার ঘোষনা দিচ্ছে এবং স্বৈরাচারী শেখ হাসিনার পলায়ন, জাতির জন্য ঐতিহাসিক বিজয় বলে মনে করছেন।"
এমন উদ্ভট পরিস্থিতিতে সাধারন জনগন এবং সকল রাজনৈতিক নেতাকর্মিরা যাতে দিকভ্রান্ত না হয়ে কোন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্ঠি করার সুযোগ না পায়; সে জন্য মাননীয় রাষ্ট্রপতি অতি দ্রুততর পদক্ষেপ নিবেন- এমনটি আশা করছেন সকল বিশিষ্ট নাগরিকগন। সেই সঙ্গে রাষ্ট্রপতির নির্দেশমত প্রশাসনকে দলীয় নীতির পথ পরিহার করে তাদের নিজনিজ দায়িত্বের প্রতি সতর্ক অবস্থানে থাকারও আহ্বান জানান তারা।
দ্রুতভেগে প্রধানমন্ত্রির পালিয়ে যাওয়ার খবর দেশব্যাপী ছড়িয়ে পড়ায় সাধারন জনগনের মধ্যে চরম আতঙ্কভাব ফুটে উঠেছে বলে জানাচ্ছেন আমাদের স্থানিয় প্রতিনিধিরা। তবে সকালের নব আলোয় আনন্দের রঙ ছিটাবেন বিজয়ের আনন্দে; সে পর্যন্ত তর সইতে পারছেননা বিরোধী দলের সমর্থকরা। সারাদেশে পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে মধ্যরাতেই তারা শুরু করেছে আনন্দ মিছিল এবং রঙ মারামারি।
সর্বশেষ ভারতীয় দূতাবাসে যোগাযোগ করা হলে তারা জানান, শেখ হাসিনা ভারতের কোন বিমানবন্দরে এখনো অবতরন করেছেন কিনা সে ব্যপারে নিশ্চিত হওয়া যায়নি।
( পুরো খবরটি সম্পুর্ন কাল্পনিক! বাস্তবে যদি এমনটি ঘটতো- তবে কেমন হতো? )
১২ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৭
ইমরান সামি ব্লগ বলেছেন: ৪ বছরের অধিক হলেও ক্ষতি নেই জনাব।
২| ১২ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: বাস্তবে যদি এমনটি ঘটতো- তবে কেমন হতো সেইটা কল্পনাও করতে পাচ্ছি না, কারণ আমরা বেশী আবেগিময়, তাই তখন খুশীর-দুঃখের আবেগে একেকজন কি করে বসতো/বসবো তা শুধু আল্লাহ্ মালুম!
তবে, আপনার এই পোস্ট'টা যদি হাসিনা আপা পড়ে তাহলে আপনাকে কাদের মোল্লার পথে পাঠিয়ে দেবে সেইটা নিশ্চিত যদিও আপনি কাল্পনিক বলেছেন, তারপর আপনার রেহাই নাই! গাছটা আপার বলে কথা!
আর হ্যাঁ, আমি এই পোস্টের ২য় মন্তব্যকারী, দেখবেন আমার পরের অনেক মন্তব্যকারী থেকে হয়তো অনেকজনের "মন্তব্যীয়বাঁশ" খেতে পারেন
১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০২
ইমরান সামি ব্লগ বলেছেন: ভাই আপনার আশঙ্কা সত্য হওয়ার সম্ভাবনা নয় এখন; একদম প্রতিষ্ঠিত সত্য। অনেকের মুখেই শুনি, যে সব করে চলেছেন তিনি পালানোর পথ খুজে পাবেননা।
আমি জাস্ট সেটাকে কল্পনায় চিত্রায়িত করেছি মাত্র। ধন্যবাদ।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৫১
খেলাঘর বলেছেন:
দেশ ভরে গেছে আপনার মতো আগাছায়
১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০৫
ইমরান সামি ব্লগ বলেছেন: আপনার মত এক দুজন প্রকান্ড থাকলেই দেশের চলবে
৪| ১২ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৯
শাহরীয়ার সুজন বলেছেন: কত কথা কয় রে?
১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০৭
ইমরান সামি ব্লগ বলেছেন: কত কিছু ঘটেরে!
৫| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩২
নিলু বলেছেন: ভাই সব এই মাত্র পাওয়া খবরে জানা গেছে , সবই গুজব মাত্র, ভিত্তিহীন , দুনিয়া ব্যাপী মিত্থা বলায় বি এন পির প্রতি নিন্দা জ্ঞাপন
৬| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৪
সরদার হারুন বলেছেন: যদি উল্টাটা হয় তাহলে কেমন হয় ?
কিছু লেখার অাগে পরিনাম ভাবতে হয় ।দেশের এই ক্রান্বি লগ্নে এ রূপ ভাবা উচিৎ নয় ।
৭| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৫
পথিক মানিক বলেছেন: ব্যাফক বিনুদুন .........
৮| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৯
বিডি আইডল বলেছেন: হাসিনাকে দেশ ছেড়ে পালাতে দেয়া হবে না। গত ৮ বছর দেশের মানুষ, মিডিয়া, দেশের সম্পদ আর বিরোধীদের উপর যে দমন চালিয়েছে...ভারতের প্রভুদের খুশী রাখতে দেশের হোগা যেভাবে মেরে দিয়েছে, তার শাস্তি এই বাংলার মাটিতেই হবে। পৃথিবীর কোন স্বৈরশাসকই সসম্মানে ক্ষমতা ছাড়তে পারেনি। হাসিনাও এর ব্যতিক্রম হবে না।
৯| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫২
রামন বলেছেন:
ভাই আপনি যা ভাবছেন ঠিক অনুরূপ খালেদা জিয়া, তার সুপুত্র তারেক এবং আরও কিছু কল্পনাপ্রবন উচ্চাকাঙ্ক্ষী প্রতিনিয়ত ভাবছে। ভাবাটা চালিয়ে যা ভাবাটা দোষের কিছু নয়৷
তবে কথায় আছে না" শকুনের দোয়ায় গরু মরে না৷" সাতমন ঘী ও পুড়বেনা, রাজপুত্র তারেকের রংমহল আর সাজবে না ৷
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:১৪
কলাবাগান১ বলেছেন: কঠিন আন্দোলন হল বাসে আগুন আর সুপ্রিম কোর্টে তালেবানী বোমা
দিবা স্বপ্ন দেখেই আগামী ৪ বছর কাটুক...............