নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তি নাই

ইমরান সামি ব্লগ

নাচন কুদন..অলস জীবন

ইমরান সামি ব্লগ › বিস্তারিত পোস্টঃ

গদি ছাড় শয়তান! আমাদের গুলি করবি তবু সমর্থন পাবিনা

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৩

"ছেড়ে দে শয়তান! আমার দেহ পাবি'তো মন পাবি না।" জোর করে ভালোবাসা পাওয়া যায়না, এ বিষয়টি দর্শকদের বুঝানোর জন্য বাংলা সিনেমায় নায়িকারা এমন ডায়লগ প্রায়ই দেন; পরক্ষনেই নায়ক এসে হাজির- এবং নিয়মতান্ত্রিকতায় কিছুক্ষন ডিসুম- ডিসুম চলার পর নায়িকার মুক্তি।

শেখ হাসিনা মুলত ভিলেন চরিত্রে আছেন কোন সন্দেহ নেই । আওয়ামী গুন্ডাবাহিনী আর বাচাইকৃত আওয়ামী ক্যাডার দ্বারা গঠিত প্রশাসনের মদদে ভিলেনদের গডমাদারে আবির্ভুত হয়েছেন তিনি। সব ধরনের ন্যায় অন্যায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, জনগনের সমর্থনের প্রতি লাঠি আর গুলি চালিয়ে তিনি জোর পুর্বক শোসন করে চলেছেন। জনগনের আজ চাপা আর্তনাদ, "গদি ছাড় শয়তান! আমাদের গুলি করবি তবু সমর্থন পাবিনা।"

নায়ক এক্ষেত্রে বেগম খালেদা জিয়া, ফাইট চলছে, কিন্তু বুঝতে হবে এটা সিনেমা নয়। মুক্তি মিলবে, তবে নির্যাতিতদেরও নায়কের সাথে হাত লাগাতে হবে। বুঝতে হবে,সিনেমার ন্যায় যদি নির্যাতিতরা নায়কের প্রতিরোধকে চেয়ে চেয়ে দেখে তাহলে মুক্তির স্বাদ পেতে বিলম্ব হবে। হতে পারে একটা জাতির ধ্বংশ হয়ে যাওয়াও দেখতে হবে তখন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

ডিজ৪০৩ বলেছেন: নায়কের আইটেম গার্ল তুই নাকি ??????????

২| ২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭

মাঘের নীল আকাশ বলেছেন: ভাই জাতির চিন্তা বাদ দেন...আপনের নায়িকারেও কন জাতি বাদ দিয়া জনগনের জান নিয়া ভাবতে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.