![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ লাল........
এ-লাল স্বপ্ন, নীল স্বপ্ন, বেগুনী স্বপ্ন আছে.... নিবেন কেউ...... নিবেন......
হে.... লাল স্বপ্ন.....নীল স্বপ্ন..... বেগুনি স্বপ্ন.......
রঙ বেরঙের স্বপ্ন কাঁদে নিয়ে এ-গ্রাম ও-গ্রাম ক্রেতাদের কাছে স্বপ্ন বেচেন হকার "আইজু বিভ্রাট"
"আইজু বিভ্রাট" নিজের সঠিক বয়ষের হিসাব জানেন না- তবে স্বপ্ন ব্যবসায়ী হিসেবে গত ৪৫টি বছর স্বপ্নচারী/স্বপ্নচারীনী বাঙালীদের কাছে একনাগাড়ে স্বপ্ন বিক্রি করে যাচ্ছেন, সে হিসাব ঠিকই রেখেছেন
৪৪ বছরের এই হকারি ব্যবসায় আইজু বিভ্রাটের সফলতা বই কোন ব্যর্থতা নেই, ব্যর্থতা বলিতে ঐ ক্রেতাদের টুকটাক অভিযোগ- যেমন: লালস্বপ্ন চাইল আর পাইলো বেগুনি-স্বপ্ন। নীল-স্বপ্ন চাইলো পাইলো লাল-স্বপ্ন। এসব ঠুনকো অভিযোগ "আইজু বিভ্রাট" গুনায় ধরেন না!
আইজু বিভ্রাট একক কোন ব্যক্তি বিশেষ নন। গত ৪৪ বছর ধরে যারা রাজনীতির নামে এ জাতির মুন্ডুপাত করে যাচ্ছেন,যারা স্বপ্ন বেচে বেচে নিজেদের আখের মিটিয়েছেন, এখনো মিটিয়ে যাচ্ছেন তারা প্রত্যেকেই একেকজন "আইজু বিভ্রাট"।
বিঃদ্রঃ আইজু বিভ্রাট কল্পিত কোন নাম নয়, এই নামের পিছনে রয়েছে মর্মান্তিক এক ইতিহাস।
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯
ইমরান সামি ব্লগ বলেছেন: অনুপ্রেরণা .. অনেক ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর !!!!!
