![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমি হারিয়ে যাব অদৃশ্য ডুব সাতারে,
তোমাদের এক মুহূর্তে পর করে।
অনন্ত রাত্রির জীবন্ত পিপাসা ছুয়ে যাবে মেঘমল্লার হাসির সনে।
সেদিন তোমরা যতই বল তোমায় ভালবাসি;
ফিরবো না আর কোন ভালবাসার টানে সাজানো এ ভুবনে।
চলে যাব দূরে,বহু দূরে জানি গো বন্ধু আজ তীরযক ঘৃণা করলেও,
সেদিন তোমাদের দুটি আখি জলে উঠবে ভরে।
বাঁধব আমি নতূন বাসা স্বর্গ লোকে,নামহারা এক অচিনপুরে।
জানি সেদিন কেউ হবে না আমার সাথী।
একা একা আমার নাম গোত্রহীন আত্মা,
আপন মনে ভেসে যাবে নিজের কাছে মাতি,
ফেলে যাব অপূর্ণিত অনেক কাজ,এই স্থলে।
সাজিয়ে দিওগো আমার নিথর দেহে রে চন্দনে আর ফুলে ফুলে।
সাদা বক হয়ে উরবী আমি নীল দিগন্ত বিস্তৃত আকাশেতে।
যতই দূরে থাকি আমি,আসবো তোমাদের মাঝে নেমে মধ্যরাতে।
জানি থাকবে পরে খানিকটা স্মৃতি;
ছবির ফ্রেমা বাঁধা রব হয়ে স্বর্গ
লোকের অতিথি।নতূন প্রজন্ম ছবির মাঝেই পেয়ে যাবে আমার পরিচয়।
পূজিরীর দল ছবির ফ্রেমেই মুক্তি দেবে আমায়,
শূন্যে,মহাশূন্যে চন্দ্র তারার দিকভ্রষ্ট জ্যোর্তিময় পথে,খুজে দেবে পবিত্র পাপের শেষ আশ্রয়
©somewhere in net ltd.