নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই , শুধু নিজের চিন্তা ভাবনাকে প্রকাশ করতেই বেশি পছন্দ করি।

ইমরেজ রাতীন

আমি লেখক নই , শুধু নিজের চিন্তা ভাবনাকে প্রকাশ করতেই বেশি পছন্দ করি।

ইমরেজ রাতীন › বিস্তারিত পোস্টঃ

সিম পুনঃনিবন্ধন ও যাচাই

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

আমরা খুব ভালো ভাবেই জানি, যেসব সিম রেজিস্ট্রেশন নেই সে সব সিম ব্যবহার করে বাংলাদেশে অনেক অপরাধ হয়ে থাকে। বরং এইধরনের অপরাধ দিন দিন বেড়েই যাচ্ছে। বাংলাদেশের টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী কে ধন্যবাদ এইদিকে গুরুত্ব দেয়ার জন্যে এবং সিম পুনঃনিবন্ধন করার ব্যবস্থা গ্রহণ করার জন্যে এবং আশা করি এবারের নিবন্ধন সম্পূর্ণ পরিপূর্ণ নিবন্ধন হবে এবং যারা এখনপর্যন্ত তাদের সিম সঠিক ভাবে রেজিস্ট্রেশন করেছেন তাদের আর পরবর্তিতে রেজিস্ট্রেশন করতে হবেনা।

তবে আমার মনে হয় পুনঃনিবন্ধন ব্যবস্থাগুলির সাথে যদি নিম্ন লিখিত ব্যবস্থাগুলিও গ্রহণ করা হয় তবে পুনঃনিবন্ধন প্রক্রিয়াটি আরো বেশি কার্যকর হতে পারে :

১. একজন ব্যক্তি কোনো মোবাইল অপারেটর এর সর্বোচ্চ একটি সিম ব্যবহার করতে পারবেন।

২. একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে কটি সিম রেজিস্ট্রেশন হয়েছে সেটির রেকর্ড ব্যবহারকারীর কাছে এবং যে যে অপারেটর এর সিম সে ব্যবহার করছেন তাদের কাছেও থাকবে। যখন কোনো ব্যবহারকারী কোনো নতুন সিম কেনার জন্যে যাবেন তখন এই রেকর্ড ফর্ম সাথে করে নিয়ে যেতে হবে। **যদি ব্যবহারকারী নিজের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অন্যের জন্যে সিম ক্রয় করে তবে কার জন্যে সিমটি ক্রয় করা হয়েছে সে রেকর্ডটিও এই ফর্মে উল্লেখ থাকবে** ।

এখনো অনেক সময় দেখা যায় অনেক দোকানে সিম কেনার সময় রেজিস্ট্রেশন না করে সিম বিক্রি করে দেয়া হয়। এইরকম বিক্রেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া উচিত। যদি তা না নেয়া হয় তবে এই পুনঃনিবন্ধন ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর নাও হতে পারে।

এটি আমার একান্তই ব্যক্তিগত মতামত।
ধন্যবাদ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

জেকলেট বলেছেন: আপনার ১ নাম্বার পয়েন্টের ব্যাপারে: আমি আমার টাকায় কয়টা সিম কিনব সেইটা আমার ব্যাপার। দেখতে হবে আমি যথাযথ প্রক্রিয়া ফলো করছি কি না?? এখনে অপারেটর একটা হউক আর ৫ টা। দ্বিতীয়ত এটার না আছে লজিকাল ভিত্তি না আছে ব্যাবসায়িক?? দুনিয়ার কোথাও এইভাবে ভোক্তা কন্ট্রলের রেকর্ড নাই আর সম্ভব ও না। কারন তখন আর কম্পানির ব্যাবসা করা লাগবে না আর আমাদের এট কম পয়সায় কথাও বলা লাগবেনা।
২ নাম্বার পয়েন্টের ব্যাপারে: এইটা পুরাই রাষ্ট্রের ব্যাপার। আপনি শুধু এনসিউর করবেন আপনার এনআইডি যেন সাইফ থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.