নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

ফরম ফিলাপ

২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৩


ভূমিকাঃ এখন আমি অনলাইনে চাকরির আবেদন করতে হয়। বিশেষ করে ২০২০ সালের মহামারির পর থেকে প্রায় সকল সরকারি প্রতিষ্ঠান সকল নিয়োগ, আবেদন কার্যক্রম অনলাইনে করতে হয়। শুধু চাকরির আবেদন নহে, পাসপোর্ট আবেদন, জাতীয় পরিচয় পত্র এর যাবতীয় কাজ সব অনলাইনে করা যায়।

আসল কথাঃ ঘটনাটি মনে হয় ২০১৫ বা ২০১৬ সালে। চেয়ারম্যান সার্টিফিকেট সংগ্রহ করার জন্য গেলাম ইউনিয়ন পরিষদ এ।

ইউনিয়ন পরিষদে এক বাচ্চার মা এর সাথে কথা।

বাচ্চার মাঃ ভাই আপনি কি এই ফরমটা পূরন করে দিতে পারবেন?

আমিঃ কিসের ফরম?

বাচ্চার মাঃ আমার ছোট ছেলের জন্ম নিবন্ধন ফরম।

আমিঃ আপনার কয় সন্তান।

বাচ্চার মাঃ দুই সন্তান।

আমিঃ বড় ছেলে কি করে?

বাচ্চার মাঃ নবম শ্রেণীতে পড়ে।

আমিঃ এখন আপনার বড় ছেলে কই?

বাচ্চার মাঃ (এক দামড়া ছেড়া এর দিকে আঙ্গুল দেখিয়ে) এই যে।

আমিঃ আমি আপনাকে কেন সাহায্য করবো? আপনার ছেলে ক্লাস নাইনে পড়ে। আর এই জন্ম নিবন্ধন পূরন করতে পারবে না? আপনার ছেলে কি শিখছে?

বাচ্চার মাঃ এভাবে বলবেন না। ওর যদি ভুল হয়।

আমিঃ এই ছেলে নাইনে পড়ে। নাইনে পড়া ছেলে ভাই এর নাম, পিতা মাতা এর নাম আর ঠিকানা লেখতে যদি ভুল করে তাহলে তাকে লেখা পড়া করানোর দরকার নাই।

পরে এই নবম শ্রেণী পড়ুয়া কে দিয়েই ফরমটি পুরন করালাম।

আর ছেলেটি পদে পদে ভুল করেছে। যেমন পিতার জাতীয় পরিচয় পত্রে লেখা “মোঃ আব্দুল মালেক ঢালী” আর ছেলেটি লেখছে শুধু “মালেক”।

আর মা এর নাম জাতীয় পরিচয় পত্র অনুযায়ী সেলিনা পারভিন। আর ছেরায় লেখছে “ছেলিনা খাতুন”.

তখন আমি তাকে ধমক দিয়ে বললাম “এই ছেলে, তুমি কি তুমার বাপ মা এর নাম জানো না? ওনারা জাতীয় পরিচয় পত্রে যেভাবে লেখছো সেভাবে লিখ।“

তারপর সে তার গ্রাম কোন ডাকঘর এর অধীনে তাও সে জানে না। জানেনা সে তার পোস্ট অফিসের পোস্ট কোড কত। সে এটাও জানে না সে কোন ইউনিয়ন এ থাকে।

এটা হলো আমাদের দেশের শিক্ষার মান।

উপসংহারঃ ক্লাশ নাইনে পড়া ছেলে যদি বেসিক কিছু না জানে তাহলে সে কিভাবে বিজ্ঞানের সূত্র মুখস্থ করিবে? কিভাবে সে হিসাব বিজ্ঞানের অংক মিলাবে? আপনারাই বলুন। ছেলেটা ক্লাস এইট পযর্ন্ত কি শিখেছে?

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা খুবই পরিতাপের বিষয়।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০১

গফুর ভাই বলেছেন: জাতি হিসাবে কি সারা জীবন আফসোস করেই যাব মনে হয়।কিভাবে আগাবে এই দেশ।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমাদের দেশের গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় তথাকথিত শিক্ষিত মানুষ তৈরী করে যে শিক্ষা বাস্তব জীবনে খুব কমই কাজে লাগে এবং যা শিখে তার সাথে বাস্তবতার সম্পর্কও নেই বললেই চলে।

আর তাইতো দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও এক পাতা বাংলায় লিখলেও অনেক ভূল হয় আর ইংরেজীর কথা নাই বা বললাম।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুনে কষ্ট লাগলো আফসোসও

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৭

জ্যাকেল বলেছেন: এটাই হল গ্রামের স্কুল গুলার আসল খবর। আজকে ইটুবে দেখলাম সংসদে শিক্ষামন্ত্রী প্রশ্ন এড়িয়ে গেছেন ১৪০০ শীর্ষ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের ৫৬, পাকিস্তানের ১৪ আর আমাদের সবে একটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.