![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
[
২০১০ সাল। তখন আমি দশম শ্রেণীতে পড়তাম। আমি SSC, HSC এবং অনার্স পাশ নানার বাড়ি থেকেই করি।
এক জুম্মার দিনে; জুম্মার নামাযের সময় আমাদের মসজিদে মিলাদের জিলাপি আসে। আমি তো তা দেখে খুব খুসি। আজকে মিলাদ আছে। মিলাদ না পড়ে যাবো না।
(মিলাদ কি জায়েজ নাকি নাজায়েজ সেটা নিয়ে কেউ কমেন্ট করবেন না।)
মিলাদ পড়লাম। এবং একটি জিলাপি পেলাম। সেদিন ছাড়াও মিলাদে যত জিলাপি, মিষ্টি এবং আমিত্তি পেয়েছি সবগুলো টেস্ট ছিলো সুপার হিট।
নরমাল যে মিষ্টি গুলা খাই সেগুলা তেমন মজা হয় না।
আর মানুষ কে খাওয়ানোর উদ্দেশ্যে যে সব জিনিস খাওয়ানো হয় সেগুলোর স্ব্দ কিন্তু খুব ভালো হয়।
এখনও মিলাদে থাকি। তবে মিষ্ট/জিলাপি এর আশা করি না। মিষ্টি/জিলাপ পেলে বাচ্চারা খুসি হয়। সেই খুসি দেখলেই মন ভরে যায়।
বিঃদ্রঃ বানান ভুল থাকলে বলতে পারেন। কিন্তু কেউ আক্রমনাত্মক কমেন্ট করবেন না।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২২
জাদিদ বলেছেন: ব্লগে পোস্ট প্রকাশ করার একটি সুনির্দিষ্ট নিয়ম আছে। প্রথম পাতায় অল্প সময়ের মধ্যে একজন ব্লগার একের অধিক পোস্ট করতে পারেন না। অনুগ্রহ করে ব্যাপারটি খেয়াল রাখবেন।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯
গফুর মিয়া১৯১ বলেছেন: আমার ও ভালো লাগে জিলাপী খেতে।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৩
শাহ আজিজ বলেছেন: মিলাদ মানেই জিলাপি । জিলাপি নাহলে মিলাদ হতো না সেই ৬০ এর দশকে ।
এখনো জিলাপি খাই , জয়পুরি মুচমুচে জিলাপি বা মিরপুর ১১ তে পাওয়া ক্ষুদে জিলাপি ।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:২০
সাড়ে চুয়াত্তর বলেছেন: মিলাদের তোবারক খেতে মজা।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০২
কামাল১৮ বলেছেন: মিলাদ এখন অনেক মুসলমানের কাছে একটি নিষিদ্ধ বিষয়।জিলাপি হালাল না হারাম?
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:০৯
নেয়ামুল নাহিদ বলেছেন: আমাদের এলাকাতে তবারক বলতো। এই তবারক নেওয়াটা একরকম দায়িত্বের মধ্যে পড়তো যেন
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৯
রাজীব নুর বলেছেন: জিলাপী গুলো দেখেই খেতে ইচ্ছা করছে।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫১
গফুর ভাই বলেছেন: আমিও ছোট বেলায় জুম্মার নামাজ এর পর মিলাদ থাকলে না শেষ করে বাসায় ফিরতাম নাহ। আমার খুব পছন্দের জিনিষ ছিল বাতাসা তাও আবার গুড়ের বাতাসা। আপানার লেখায় স্মৃতি রোমন্থন করছি।আমিও ছোট বেলায় জুম্মার নামাজ এর পর মিলাদ থাকলে না শেষ করে বাসায় ফিরতাম নাহ। আমার খুব পছন্দের জিনিষ ছিল বাতাসা তাও আবার গুড়ের বাতাসা। আপানার লেখায় স্মৃতি রোমন্থন করছি।