নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

চুল কাটা।

০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৭:২১


এখন সবচেয়ে আলোচিত টপিক হচ্ছে চুল কাটা। আমি আগেই বলছি শিক্ষক শিক্ষিকার দোষ ধরার অধিকার আমাদের নাই। আমারা তো ছাত্র। আমরা ছাত্র হয়ে শিক্ষকের দোষ কিভাবে ধরি।

চুল কাটা, নখ কাটা, পরিস্কার জামা কাপড় পড়া এগুলা প্রথমিক স্কুল থেকে শিখে আসা দরকার। এগুলা পরিবার থেকেও শিখিয়ে দিতে পারে। প্রথমিক জ্ঞান গুলা যদি বিশ্ববিদ্যালয়ের Teacher কে শিখিয়ে দিতে হয় তাহলে আমাদের জ্ঞান কোন স্তরে আছে?

সবার কাছে একটি প্রশ্ন। যখন Teacher এর হাতে বেত ছিলো তখন ভালো ছিলেনাকি এখন বেত ছাড়া পরিস্থিতি ভালো?

আমি ব্যাক্তিগত ভাবে শিক্ষকের হাতে বেত নাই বলে আজ পরিস্থিতি খুব খারাপ। এই জন্য এক একটি ছাত্র বেহায়, নিলজ্জ, বেয়াদব, হরামী হচ্ছে। আজ যদি শিক্ষক শাসন করতে পারতেন তাহলে ভবিষ্যৎ এ সোনার বাংলা তে সোনার মানুষ বাহির হতো।


বিঃদ্রঃ প্রফেসন এর স্বার্থে ভিবিন্ন রকম পোষাক পড়া আর চুল কাটাতে আমার কোন মত্যব নাই।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৮:১৬

বিটপি বলেছেন: চুল কাটা বিষয়ে ঐ স্কুলে যদি কোন নিয়ম নীতি থেকে থাকে, তবে নিয়ম ভঙ্গকারীদেরকে শাস্তি দিলেই হত। এভাবে ধরে ধরে চুল কাটা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। যেসব শিক্ষক ছাত্রদেরকে মানসিক শাস্তি দেয় - তারা কুকুরেরও অধম।

০২ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৯

নাহল তরকারি বলেছেন: শিক্ষকদের নিয়ে যারা বাজে কথা বলে, শিক্ষকদের যারা কটু কথা বলে তারাও কুকুর।

২| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৮:২৯

শেরজা তপন বলেছেন: দয়া করে লেখা এত তাড়াহুড়ো করে পোষ্ট না করে একটু রিভাইস করে বানানগুলো শুদ্ধ করে তবে পোষ্ট দিন।
বানানের অবস্থা ভয়াবহ!!!

৩| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৮:৩৯

ইসিয়াক বলেছেন:






আপনার আজকের তরকারীতে লবনের পরিমান কম হয়ে গেছে ;) । একটু চেক করে পরিবেশন করুন ।

৪| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৯:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: কোন শিক্ষকেরই মানসিক নির্যাতন করার অধিকার নাই।

০২ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৯

নাহল তরকারি বলেছেন: ভুল করলে শাস্তি পাবেই।

৫| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:১৬

নূর আলম হিরণ বলেছেন: বেত ছাড়া আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো নতুন এটার থেকে সঠিক আউটফুট পেতে হলে আরো সময় লাগবে। তবে দক্ষ ও স্মার্ট শিক্ষক ছাড়া এর থেকে ভালো আউটফুট পাওয়া সম্ভব না। যারা বেত ছাড়া শিক্ষক এখন তারা শিক্ষকদের হাতে বেত দেখেই অভ্যস্ত ছিল তাই মানসিক ভাবে তারা তাদের শিক্ষদেরই অনুসরণ করতে চায়। বেত না থাকাতে তারা অন্যভাবে সেটা পুষিয়ে নিতে চায়।

৬| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:২৭

অধীতি বলেছেন: বিশ্ববিদ্যালয়ে চুল কিভাবে রাখবে সেটা ম্যাটার করেনা। চুল বড় রাখলেই খারাপ এধরণের মানসিকতা থেকে বেরিয়ে আসুন। শিক্ষকের হাতে বেত থাকায় আমরা একটা অসুস্থ জাতিতে পরিণত হয়েছি। আগামী প্রজন্ম অনেক ভাল করবে।

০২ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১৫

নাহল তরকারি বলেছেন: বর্তমান প্রজন্ম উশৃংখল। তাই তাদের পিটিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। পিটলে তারা রেজাল্ট ভালো করবে। পিটালে তারা অভদ্রতা করবে না। পিটালে তারা ধর্ষক হবে না। পিটালে তারা ওপেন কাউকে খুন করবে না।

৭| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:২২

নতুন বলেছেন: আমি ব্যাক্তিগত ভাবে শিক্ষকের হাতে বেত নাই বলে আজ পরিস্থিতি খুব খারাপ। এই জন্য এক একটি ছাত্র বেহায়, নিলজ্জ, বেয়াদব, হরামী হচ্ছে। আজ যদি শিক্ষক শাসন করতে পারতেন তাহলে ভবিষ্যৎ এ সোনার বাংলা তে সোনার মানুষ বাহির হতো।

বিশ্বের উন্নত দেশে কি বেতের ব্যবহার খুব বেশি? ঐ সব দেশে ভালো ডাক্তার, বিজ্ঞানী তৌরি হচ্ছে কিভাবে?

আরেকটা জিনিস হচ্ছে স্কুলে, কলেজে পড়ালেই শিক্ষক পদবি পাওয়া যায় কিন্তু সবাই কি শিক্ষক হতে পারে?
যারা ব্যক্তিগত ক্ষোভ ছাত্রদের উপরে প্রয়োগ করে তারা শিক্ষক হতে পারেনাই।

আর বিশ্ববিদ্যালয়ে চুল কিভাবে রাখবে সেটার দায়ীত্ব শিক্ষকের না। শিক্ষকের দায়িত্ব বুঝিয়ে বলা, ছাত্রদের অনুপ্রানিত করা। ছাত্রদের চুল কেটে দেওয়া না।

০২ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১৩

নাহল তরকারি বলেছেন: আজ শিক্ষকের হাতে বেত নাই বলেই তো আজ ধর্ষক, খুনি, উগ্র ছাত্র সমাজ বের হচ্ছে। সেটা থামাবেন কিভাবে? বিদেশী সভ্য। বাংলাদেশের অধিকাংশ লোক অসভ্য। অসভ্যদের পিটিয়ে শাসন করতে হয়।

৮| ০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: নাহল তরকারি বলেছেন: এখানে কি কচ্ছপ খুজে পাইছেন? আপনার তো আবার কচ্ছপ পছন্দ।

আপনি একজন কচ্ছপ (কাউডা, কেটো, কাইট্টা, কাছিম, Tortoise) স্বভাবের ব্লগার।
ডিম পেরে চলে যান, ডিমের আর খবর নেন না।

কচ্ছপ যেমন বালিতে ডিম ছেরে চলে যায়, আপনিও তেমনি ব্লগে এসে পোস্ট ছেড়ে চলে যান।
কচ্ছপ যেমন ডিমের আর খবর নেয় না, আপনিও তেমনি আপনার পোস্টের খবর নেন না।
মন্তব্যের প্রতি উত্তর করেন না।

আপনি একজন কচ্ছপ (কাউডা, কেটো, কাইট্টা, কাছিম, Tortoise) স্বভাবের ব্লগার।
জ্বী আমার কচ্ছপ পছন্দ। তবে কচ্ছপ (কাউডা, কেটো, কাইট্টা, কাছিম, Tortoise) স্বভাবের ব্লগার কে-কে পছন্দ করে তা জানি না।

৯| ০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৩

জুল ভার্ন বলেছেন: ছাত্রদের শাসন করা আর চুল কেটে দেওয়া এক নয়। সর্বপরি একজন ইউনিভার্সিটির ছাত্রের কমনসেন্সের অবমূল্যায়ন করার সুযোগ নেই।

০২ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১৬

নাহল তরকারি বলেছেন: বাংলাদেশের ইউনিভার্সিটি কত নম্বর রেংকে আছে?

১০| ০২ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২১

জ্যাকেল বলেছেন:
আপনি নৈতিকতা নিয়া কি শিখাবেন? আপনার মধ্যে নুন্যতম সামাজিক শিক্ষা নাই যে আপনার ব্লগে মানুষ মন্তব্য করে তার উত্তর দেওয়াই সাধারণ ভদ্রতা। সালামের উত্তর না দিলে যেমন অভদ্রতা করা হয় ধারণা করেন না কেন ব্লগে আপনার উদ্দেশ্যে কিছু বললে আপনি মিউট করে থাকাটা অভদ্রতা। আপনার ব্লগে এইটাই আমার শেষ কমেন্ট (যদি আপনি ভদ্র হ্যে যান তাইলে অন্য কথা)

১১| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ৯:৩১

নতুন বলেছেন: লেখক বলেছেন: আজ শিক্ষকের হাতে বেত নাই বলেই তো আজ ধর্ষক, খুনি, উগ্র ছাত্র সমাজ বের হচ্ছে। সেটা থামাবেন কিভাবে? বিদেশী সভ্য। বাংলাদেশের অধিকাংশ লোক অসভ্য। অসভ্যদের পিটিয়ে শাসন করতে হয়।

আপনি যদি শিক্ষক কে দিয়ে ছাত্রদের পেটানো সমর্থন করেন তবে বলার কিছুই না্ই।

আপনি ও আপনার দরকারে মানুষেকে পেটানোটা সমর্থন করবেন। কোন মানুষই অন্য কোন মানুষকে পেটাতে পারেনা।

শিক্ষকের কাজ না বেত দিয়ে শিশু পেটানো। এটা যদি না বুঝতে পারেন তবে কিছুই বলার নাই।

ধন্যবাদ।

১২| ০৩ রা অক্টোবর, ২০২১ ভোর ৪:১৩

নেওয়াজ আলি বলেছেন: সব মন্তব্যের উত্তর না দিয়ে ইচ্ছামত উত্তর কেনো দিচ্ছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.