নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
গল্পটি কাল্পনিক। বাস্তবে এই গল্পের সাথে কারো মিল নাই। যদি কারো সাথে মিল থাকে তাহলে আমি দোষী না
একটা ছেলে ছিলো। গরিব কিন্তু মেধাবী। সে লেখা পড়া তেমন করতো না। সারাদিন তার পিতা কে চাষাবাদ করতে সাহায্য করিতেন।
SSC পরীক্ষার রেজাল্ট এর দিন। তার কানে খবর আসিয়াছে যে তিনি গোল্ডেন A+ পাইছে। HSC তে ও গোল্ডেন A+.
তারপর সে বুয়েটে চান্স পায়। তার বাপ সকল জমি বন্ধক রেখে বুয়েটে ভর্তি করায়।
ছেলে বুয়েট থেকে পাশ করলো। বিসিএস এ টিকিয়াছে। তার পর হলো সে প্রকৌশলী।
প্রকৌশলী হবার পর তার একটাই চিন্তা। কিভাবে তার পিতার বন্ধক রাখা জমি ফিরিয়ে আনবে। তারপর সে অবৈধ ভাবে টাকা ইনকাম করতে লাগলো। শুরু হলো তার দুর্নীতি।
পাঁচ বছর পর। তার অনেক টাকা। ঢাকাতে তার ফ্ল্যাট। হাই সোসাইটি এর সাথে তার উঠা বসা। এখন আর তার পিতা কে তার ভালো লাগে না। পিতা তার গ্রামের আঞ্চলিক ভাষাতে কথা বলে। এখানে আঞ্চলিক ভাষা ব্যবহার করলে কি তার ইজ্জত থাকে? বউ এর সাজেশন এ পিতা কে রেখে দিয়ে আসলো বৃদ্ধাশ্রমে।
তার ৪০ বছর পর। এই প্রকৌশলীর স্ত্রী ক্যান্সারে মারা গেছে। বড় ছেলে প্রতিবন্ধী। মেয়ে ড্রাইভারের সাথে পালিয়ে বিয়ে করেছে।
২| ০৩ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৭
চাঁদগাজী বলেছেন:
কাল্পনিক ছেলেকে নিয়ে কাল্পনিক ইন্জিনিয়ার বানায়েছেন; সেই কাল্পনিক ইন্জিনিয়ার কাল্পনিক দুর্নীতি করেছে; ইহা পড়তে কাল্পনিক পাঠকের দরকার; সুবিধে হয়নি।
৩| ০৩ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৭
হাবিব বলেছেন: বড় গল্পের সুন্দর সারাংশ
৪| ০৩ রা অক্টোবর, ২০২১ রাত ৯:৩৫
সাগর শরীফ বলেছেন: ভাগ্য ভাল কাল্পনিক বানিয়ে লিখেছেন। হাজার হাজার উদাহরণ আছে, বুদ্ধি করে কাউকে টানেন নাই। কাল সকালে দেখা গেল শুনলাম ব্লগার নাহল তরকারি গায়েব।
৫| ০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১০:২৩
রাজীব নুর বলেছেন: যা লিখেছেন সত্য লিখেছেন। চারপাশে ভালো করে তাকালে এরকম দেখতে পাওয়া যায়।
৬| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ৮:৩৮
নীল আকাশ বলেছেন: পুরোপুরি এইরকম না ঘটলেও কাছাকাছি বহু ঘটনা আমি শুনেছি। পাপের টাকা বের হয়েই যায়। তবে সেটা সোজা পথে বের হয় না।
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১৩
ফুয়াদের বাপ বলেছেন: পাপ পিছু ছাড়বেনা কখনো, দুনিয়া ও আখেরাতে পাপের পরিনাম ভোগ করতেই হবে।